<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ৯ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক এক্সপো। প্রযুক্তি উদ্ভাবন, নতুন ভাবনার বিনিময় ও ইন্ডাস্ট্রি অভিজ্ঞদের মিলনমেলায় পরিণত হবে প্রদর্শনীটি। এতে ২৫০টির বেশি প্রদর্শক তাঁদের উদ্ভাবনী পণ্য ও প্রযুক্তি নিয়ে অংশগ্রহণ করবেন। অংশগ্রহণকারীরা শুধু পণ্য প্রদর্শনীই করবেন না, থাকবে মূল্যছাড় ও কুপন অফার। সাশ্রয়ী দামে কেনা যাবে প্রযুক্তিপণ্য। উদ্যোক্তারা জানান, বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক এক্সপো শীর্ষক প্রদর্শনীতে স্টার্টআপ, সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, বিনিয়োগকারী ও নীতি-নির্ধারকদের সঙ্গে আইডিয়া বিনিময়ের উত্তম প্ল্যাটফরম হবে এই আয়োজন। প্রদর্শনীর আয়োজক ক্রিয়েটিভ এজের সিওও আবদুল্লাহ আল মামুন বলেন, বাংলাদেশে এমন ইভেন্টের আয়োজক হওয়া আনন্দের। আশা করছি, অংশগ্রহণকারী প্রদর্শকরা চমৎকার সৃজনশীলতা ও উদ্ভাবন নিয়ে উপস্থিত হবেন। শুধু প্রযুক্তি প্রদর্শনী নয়; বরং উদ্ভাবনের, সহযোগিতার ও অগ্রগতির মিলনমেলা হবে এবারের আসর।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রদর্শনী জোনে থাকবে গেমিং জোন, ভিআর জোন, ফাইভজি এক্সপেরিয়েন্স জোন, মেডটেক, ফিনটেক থেকে শুরু করে ই-কমার্স ও প্রযুক্তি খাত ঘিরে উদ্ভাবনীতে পরিপূর্ণ। দর্শনার্থী সাম্প্রতিক প্রযুক্তি সরাসরি দেখার সুযোগ পাবেন, লাইভ ডেমোতে অংশ নিতে পারবেন এবং নতুন প্রযুক্তির অভিজ্ঞতা লাভ করবেন। আগ্রহী ও প্রযুক্তিপ্রেমীর জন্য স্মার্টফোন, ল্যাপটপ, ইলেকট্রনিকস ছাড়াও প্রায় সব পণ্যেই থাকবে বিশেষ অফার আর ছাড়।</span></span></span></span></p>