হরর ফিকশনে আমাদের সীমাবদ্ধতা কোথায়

পৃথিবীজুড়ে হরর ফিকশনের বেশ চাহিদা। পাশের দেশের বলিউডেও এই জনরার একের পর এক ছবি সফল হচ্ছে। ‘স্ত্রী ২’ ও ‘ভুল ভুলাইয়া ৩’ যার সর্বশেষ উদাহরণ। আমাদের দেশে এই জনরার কাজ হাতে গোনা। এই যেমন গত কয়েক বছরে ওয়েবে এসেছে ‘পেট কাটা ষ’, ‘আধুনিক বাংলা হোটেল’ কিংবা বড় পর্দায় ‘স্বপ্নের ঘর’, ‘জ্বীন’। বাংলায় হরর ফিকশন কম হয় কেন? এ নিয়ে বলেছেন এই জনরার তিন নির্মাতা নুহাশ হুমায়ূন, তানিম রহমান অংশু ও কাজী আসাদ। শুনেছেন হৃদয় সাহা
শেয়ার
হরর ফিকশনে আমাদের সীমাবদ্ধতা কোথায়
ওয়েবে হরর সিরিজে দেশের জনপ্রিয় দুই অভিনেতা। ওপরে ‘পেট কাটা ষ’ সিরিজের ‘মিষ্টি কিছু’তে চঞ্চল চৌধুরী। নিচে মোশাররফ করিম, ‘আধুনিক বাংলা হোটেল’-এর একটি পর্বে

সম্পর্কিত খবর

স্টার অব দ্য উইক

শেয়ার

অনুষ্ঠান ও সংবাদ বিভাগকে স্বাধীনতা দিতে হবে দীপংকর দীপন নির্মাতা

আজ বিশ্ব টেলিভিশন দিবস

কেন দর্শক হারাল টেলিভিশন

একটা সময় দেশে ছিল একটাই চ্যানেল—বিটিভি। সেখানে যা প্রচারিত হতো তার সবই থাকত দর্শকের মুখস্থ। এখন অনেক চ্যানেল, কিন্তু আগের মতো দর্শক নেই। কোথায় কী প্রচারিত হচ্ছে, তার খোঁজ রাখে না কেউ। কেন এমন হলো? দর্শক ফেরানোর উপায় কী? বলেছেন তিন গুণীজন, শুনেছেন হৃদয় সাহা

গান ও গণমানুষের সায়ান

ভিড়ের মধ্যে তাঁর গান আলাদা করা যায় সহজেই। গানের কথায় সেই বিশেষত্ব প্রতিষ্ঠা করেছেন ফারজানা ওয়াহিদ সায়ান। শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে গাইবেন একক অনুষ্ঠানে। এর সূত্র ধরে গান, দেশ, রাজনীতিসহ নানা বিষয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন কামরুল ইসলাম
শেয়ার
গান ও গণমানুষের সায়ান
ফারজানা ওয়াহিদ সায়ান । ছবি : সাজ্জাদ হোসেন

সর্বশেষ সংবাদ