হরর ফিকশনে আমাদের সীমাবদ্ধতা কোথায়
পৃথিবীজুড়ে হরর ফিকশনের বেশ চাহিদা। পাশের দেশের বলিউডেও এই জনরার একের পর এক ছবি সফল হচ্ছে। ‘স্ত্রী ২’ ও ‘ভুল ভুলাইয়া ৩’ যার সর্বশেষ উদাহরণ। আমাদের দেশে এই জনরার কাজ হাতে গোনা। এই যেমন গত কয়েক বছরে ওয়েবে এসেছে ‘পেট কাটা ষ’, ‘আধুনিক বাংলা হোটেল’ কিংবা বড় পর্দায় ‘স্বপ্নের ঘর’, ‘জ্বীন’। বাংলায় হরর ফিকশন কম হয় কেন? এ নিয়ে বলেছেন এই জনরার তিন নির্মাতা নুহাশ হুমায়ূন, তানিম রহমান অংশু ও কাজী আসাদ। শুনেছেন হৃদয় সাহা
সম্পর্কিত খবর