<p>‘ইত্যাদি’ ও হানিফ সংকেত বরাবরই থাকেন আলোচনায়। এ সপ্তাহে ম্যাগাজিন অনুষ্ঠানটি এবং তার স্রষ্টা আলোচনায় এসেছেন গুজবের শিকার হয়ে। দেশের ঐতিহ্যবাহী সব স্থানে হয় অনুষ্ঠানটির শুটিং। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের জমিদারবাড়িতে শুটিং চলাকালে দর্শকের চেয়ার ছোঁড়াছুঁড়ির ঘটনায় ‘হামলা’র গুজব রটে। পরে হানিফ সংকেত জানান, আট হাজার দর্শকের আয়োজনে হাজির পাঁচ লাখ লোক। তাতে বাধাগ্রস্ত হয় দৃশ্যধারণ। ‘হামলা’র মতো কিছুই ঘটেনি।</p> <p> </p>