বরবাদ [মেহেদী হাসান হৃদয়]
অভিনয়ে—শাকিব খান, ইধিকা পাল, যিশু সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার।
১. প্রধান কারণ মেগাস্টার শাকিব খান। ঈদে শাকিব খানের ছবি মানেই পয়সা উসুল। আছেন ইধিকা পাল, তিনি এখন বেশ জনপ্রিয়।
বরবাদ [মেহেদী হাসান হৃদয়]
অভিনয়ে—শাকিব খান, ইধিকা পাল, যিশু সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার।
১. প্রধান কারণ মেগাস্টার শাকিব খান। ঈদে শাকিব খানের ছবি মানেই পয়সা উসুল। আছেন ইধিকা পাল, তিনি এখন বেশ জনপ্রিয়।
২. অনেকে বলেন, মেগাস্টার বা সুপারস্টার থাকলে পরিচালককে নির্মাণে অনেক ছাড় দিতে হয়। আমি তা করিনি। গল্প, নির্মাণ থেকে কারিগরি দিক—সবখানেই সর্বোচ্চ মানদণ্ড রাখার চেষ্টা করেছি। এটা দর্শককে আকৃষ্ট করবেই।
৩. ছবির গান গুরুত্বপূর্ণ। ভিন্ন স্বাদের গান আছে ছবিতে। আমরা প্রীতম হাসানের গান যেমন রেখেছি, তেমনি আসিফ আকবর ভাইকেও।
দাগি [শিহাব শাহীন]
অভিনয়ে—আফরান নিশো, তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল।
১. প্রথম কারণ, এটা আফরান নিশো-শিহাব শাহীন জুটির ছবি।
২. পুরো পরিবার নিয়ে দেখার মতো ছবি। দেখতে অস্বস্তিবোধ হবে না কারোই। সুন্দর গান, দুর্দান্ত গল্প, চৌকষ নির্মাণের অভিজ্ঞতা নিতে চাইলে ‘দাগি’ দেখতে হবে।
৩. সময়ের আধুনিক ছবি। আধুনিক দর্শকের কাছে এটি স্মার্ট ছবি মনে হবে।
জংলি [এম রাহিম]
অভিনয়ে—সিয়াম আহমেদ, শবনম বুবলী, প্রার্থনা ফারদিন দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম।
১. ঈদের ছবি মানে পরিবারের সবাই মিলে আনন্দ করতে করতে সিনেমা হলে যাওয়া। এটা মাথায় রেখেই ‘জংলি’র নির্মাণ। পরিবারের শিশু থেকে প্রবীণ সবাই নিশ্চিন্তে ছবিটি দেখতে পারবেন।
২. সিনেমা গল্প খুবই স্ট্রং। এ ছবিতে যেমন আবেগের দৃশ্য আছে, তেমনি আছে হাস্যরস ও মারপিঠ। সময় যত এগোবে দর্শক গল্পে আরো বেশি একাত্ম হবেন।
৩. সিয়াম আহমেদ। তাঁর ভক্তদের জন্য বিশেষ উপহার এই ছবি। নতুন এক সিয়ামকে দেখতে পাবেন দর্শক। বুবলীও ভীষণ ভালো করেছে। আর ছোট্ট মেয়েটা কেমন করেছে, সেটা দর্শক হল থেকে বেরিয়েই বলবে।
জ্বীন ৩ [কামরুজ্জামান রোমান]
অভিনয়—আব্দুন নূর সজল, নুসরাত ফারিয়া, তানিয়া আহমেদ প্রমুখ।
১. ‘জ্বীন’ ফ্র্যাঞ্জাইজির ছবি। আগের দুই কিস্তির মতো এটিও পছন্দ করবে সবাই। হরর ছবির দর্শক আমাদের দেশে নেহাত কম নয়।
২. হরর ছবিতে বাজেট বড় একটা বিষয়। জাজ মাল্টিমিডিয়া এক্ষেত্রে উদারতা দেখিয়েছে। আমিও চেষ্টা করেছি বাজেটের সর্বোচ্চ ব্যবহার করতে। ‘কন্যা’ গানটি দেখলেও এর প্রমাণ পাবেন।
৩. সজল ও ফারিয়াকে নতুন অবতারে পাবে দর্শক। গল্পে তাদের আসল পরিচিয় জানতে দর্শককে শেষ পর্যন্ত দেখতে হবে।
চক্কর ৩০২ [শরাফ আহমেদ জীবন]
অভিনয়—মোশাররফ করিম, শাশ্বত দত্ত, রিকিতা নন্দিনী শিমু, তারিন।
১. এটি সম্পূর্ণ বিনোদনমূলক ছবি। দর্শক হলে যায় বিনোদন দিতে, সেই বিশ্বাস থেকেই ছবিটি বানিয়েছি।
২. মোশাররফ করিম ভাইয়ের অভিনয় ও জনপ্রিয়তা নিয়ে বলার কিছু নাই। ছোট পর্দায় তাঁকে ছাড়া ঈদ যেন পানসে, প্রথমবারের মতো ঈদে বড় পর্দায় আসছেন তিনি। আমাদের পরিচালক-শিল্পী জুটির কিছু কাজ জনপ্রিয় হয়েছে টিভিতে, দর্শকের আস্থা আছে আমাদের ওপর।
৩. এটি একটি সরকারি অনুদানের ছবি। গল্প, পাণ্ডুলিপি ভালো মানের হলেই জুরি বোর্ড অনুদানের জন্য প্রস্তাবনা করেন। ‘চক্কর ৩০২’তে একটা ভালো গল্প আছে। গানগুলো ভালো লাগবে সবার।
‘জংলি’তে প্রার্থনা ফারদিন দীঘি ও সিয়াম আহমেদ
সম্পর্কিত খবর
এ সপ্তাহে যাঁদের জন্মদিন
[২০—২৬ মার্চ]
জয়শ্রী কর জয়া [২০ মার্চ]
সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড [২১ মার্চ]
প্রদীপ সাহা [২২ মার্চ]
বিপাশা হায়াত [২৩ মার্চ]
আসিফ আকবর, ফারুক আহমেদ, আনুশেহ আনাদিল [২৫ মার্চ]
ফেরদৌস ওয়াহিদ, মিলা ইসলাম, মৌটুশী বিশ্বাস, ফারাহ রুমা, তানহা তাসনিয়া [২৬ মার্চ]
।
প্রমিথিউস ব্যান্ডের জনপ্রিয় এই গায়ক অনেক দিন ধরেই আছেন নিউইয়র্কে। সেখান থেকেই প্রকাশ করেন একের পর এক গান। আসছে ঈদেও প্রকাশ করবেন নতুন গান। সম্প্রতি এক সাক্ষাৎকারে গায়ক-গীতিকার-সুরকার জানিয়েছেন, তিনি ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করেন।
জিম্মি [সিরিজ]
পরিচালনা—আশফাক নিপুণ
অভিনয়ে—জয়া আহসান, ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয়, প্রান্তর দস্তিদার প্রমুখ।
প্ল্যাটফরম ও মুক্তি—হইচই, ২৮ মার্চ।
১০ বছর ধরে কোনো প্রমোশন পায় না সরকারের নিম্নপদস্থ এক কর্মচারী। স্বামীকে নিয়ে তার টানাপড়েনের সংসার।
মাইশেলফ অ্যালেন স্বপন—সিজন ২ [সিরিজ]
পরিচালনা—শিহাব শাহীন
অভিনয়ে—নাসির উদ্দিন খান, রাফিয়াত রশিদ মিথিলা, আইমন শিমলা, ফরহাদ লিমন প্রমুখ।
মুক্তি—তারিখ চূড়ান্ত হয়নি।
‘মাইশেলফ শামসুর রহমান স্বপন ওরফে অ্যালেন স্বপন’—সংলাপ দিয়ে শেষ হয়েছিল প্রথম সিজন। শেষ দৃশ্যে দেখা গিয়েছিল, মুখ ঢেকে রাখা এক ব্যক্তির সঙ্গে কথা বলছে স্বপন। কে সে? কেনই বা স্বপনকে খুঁজছে মানুষটি? আরো অনেক প্রশ্ন দেখা দিয়েছিল দর্শকের মনে।
হাউ সুইট [ওয়েব ছবি]
পরিচালনা—কাজল আরেফিন অমি
অভিনয়ে—জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিণ, সাইদুর রহমান পাভেল, এরফান মৃধা শিবলু, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, সুষমা সরকার প্রমুখ।
প্ল্যাটফরম ও মুক্তি—বঙ্গ, চূড়ান্ত হয়নি।
শখের ফটোগ্রাফার আদনান। বিয়ের সাজে পালিয়ে আসা তরুণী সুইটির ধাক্কায় তার ক্যামেরা পড়ে যায় নদীতে।
‘হাউ সুইট’-এ অপূর্ব ও ফারিণ
‘পরাণ’ একাধিকবার হলে দেখেছি
ইন্তেখাব দিনার [ঈদের দুই ছবির অভিনেতা]
সিনেমা হলে গিয়ে প্রথম দেখেছি ‘ছুটির ঘণ্টা’ [১৯৮০]। বলতে গেলে তখন আমি শিশু, মা-বাবার সঙ্গে গিয়েছিলাম। তবে ঈদে প্রথম কোন ছবিটা দেখেছি, সেটা মনে করতে পারছি না। নব্বইয়ের দশকে বন্ধুদের সঙ্গে ভীষণ উৎসাহ নিয়ে ঈদের ছবি দেখতে যেতাম।
সালমান শাহর প্রতিটি ছবিই হলে গিয়ে দেখেছি
আব্দুন নূর সজল [‘জ্বিন ৩’-এর অভিনেতা]
নায়ক সালমান শাহর ভীষণ ভক্ত আমি। তাঁর অভিনীত প্রথম ছবি ‘কেয়ামত থেকে কেয়ামত’ [১৯৯৩] দেখেই ভক্ত বনে যাই।
আগে নিজেকে দেখতে হলে যেতাম, এখন যাই দর্শকের উন্মাদনা দেখতে
তমা মির্জা [‘দাগি’র অভিনেত্রী]
চলচ্চিত্রে আসার আগে সিনেমা হলে যাইনি। আমার অভিষেক ছবি ‘বলো না তুমি আমার’ [২০১০] দেখতে প্রথমবার হলে গিয়েছিলাম। পরের বছর ঈদে মুক্তি পায় আমার ‘একবার বলো ভালোবাসি’, এটাই হলে গিয়ে দেখা প্রথম ঈদের ছবি। আমি যে ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছি ‘নদীজন’ [২০১৫], সেটাও টিভি প্রিমিয়ারের পাশাপাশি মাল্টিপ্লেক্সে চলেছিল। গিয়ে দেখেছি। আমার ‘অহংকার’ও [২০১৭] ঈদে মুক্তি পেয়েছিল। আমার সহকর্মীদের ছবিও হলে গিয়ে দেখি। ২০২৩-এর ঈদে ‘সুড়ঙ্গ’ মুক্তি পেয়েছিল, ছবিটি আমি বেশ কয়েকবার দেখেছি। একই ঈদের ছবি ‘প্রিয়তমা’, ‘প্রহেলিকা’ও দেখেছি। তবে এখন ছবি দেখার আনন্দের উপলক্ষ বদলেছে। আগে নিজেকে দেখতে হলে যেতাম। বড় পর্দায় নিজেকে দেখতে ভালো লাগত। পাশাপাশি নিজের অভিনয়ের সীমাবদ্ধতাও দেখতাম। এখন হলে যাই, দর্শকের উন্মাদনা দেখতে। দর্শকের সরাসরি প্রতিক্রিয়া পাওয়া যায়, যেটা কাজের স্পৃহা বাড়ায়। ‘দাগি’র জন্য আমি অধীর আগ্রহে আছি। নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করব বলে বড় পর্দায় বিরতি নিয়েছিলাম। ‘বরবাদ’, ‘জংলি’সহ ঈদের অন্য ছবিগুলোও অবশ্যই দেখব। তবে সবার আগে ঈদের দিনে অবশ্যই ‘দাগি’ দেখব।