<p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আবু জাফর অত্যন্ত গুণী মানুষ ছিলেন। আমার সঙ্গে তার পরিচয় ১৯৭৩ বা ১৯৭৪ সালে। তখন লালনকন্যা ফরিদা পারভীনকে নিয়ে বাংলাদেশ বেতারে এসেছিলেন। সে সময় দুজন বিয়ে করেছিলেন কি না জানি না। পরে তো বিয়ের কথা জানলাম সবাই। যা হোক, বেতারের সেই সময়কার পরিচালক শহীদুল ইসলাম একটি উদ্যোগ নিয়েছিলেন। তিনি সারা দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পীদের তুলে আনতে চাইলেন। তাদের প্রতিভা বিকশিত করার সিদ্ধান্ত নিলেন। মূলত সেই উদ্যোগের ফলই আবু জাফর ও ফরিদা পারভীন। তারা বেতারে নিজেদের অসাধারণ প্রতিভার কারণে সুযোগ পেয়ে গেলেন। আবু জাফর প্রথম দিকে কণ্ঠশিল্পী হিসেবেই ক্যারিয়ার শুরু করেছিলেন। পরে গীতিকবি ও সুরকার হিসেবে নিজেকে মেলে ধরেন। শুরুর দিকে জাফর সাহেব ও ফরিদা পারভীন কুষ্টিয়া থেকেই আসা-যাওয়া করতেন। তবে লালনগীতি গেয়ে ফরিদা যখন সারা দেশে পরিচিতি পেলেন, তখন ঢাকায় বাসা নিলেন। এই সময়ে জাফরও দারুণ সব গান তৈরি করতে লাগলেন। </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই পদ্মা এই মেঘনা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তোমরা ভুলেই গেছ মল্লিকাদির নাম</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সহ বেশ কিছু গান তখন সৃষ্টি করেছিলেন। আমি বেতারের পাশাপাশি টিভিতে দারুণ ব্যস্ত থাকতাম। বেতারে তো চাকরিই করতাম কমার্শিয়াল সার্ভিসে। টিভিতেও একের পর এক অনুষ্ঠান। আসা-যাওয়ার পথেই জাফর সাহেবের সঙ্গে দেখা হতো। কুশলবিনিময় হতো। তিনি মিষ্টি করে হেসে কথা বলতেন। সত্যিকারের ভদ্রলোক বলতে যা বোঝায় তার সব বৈশিষ্ট্যই তার মধ্যে ছিল। তিনি কিন্তু প্রফেসরও ছিলেন। জাফর সাহেবের সৃষ্টি হয়তো সংখ্যায় কম, তবে সবই কালজয়ী। তার প্রতিটি গীতিকবিতা দেখলে বোঝা যায় কতটা পরিচ্ছন্নতার সঙ্গে লেখা। সুরও করতেন একদম হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো করে। তিনি ছিলেন কুষ্টিয়ার। ফলে গ্রামবাংলার একটা মায়া মাখা ছিল তার প্রতিটি গানে। মাঝখানে অনেক দিন জাফর সাহেবের খোঁজ পাইনি। একদিন বেতারে গিয়ে শুনলাম, তিনি হজ করেছেন। গান-বাজনা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। তখন এমনটাও শুনেছিলাম যে ফরিদা পারভীনকেও নাকি গান ছেড়ে দিতে বলেছিলেন। সেটা নিয়ে আমি আর মাথা ঘামাইনি। কারণ কারো ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমার আগ্রহ বরাবরই কম। শেষের দিকে তিনি কুষ্টিয়া চলে গিয়েছিলেন। সেখানেই কেটেছে বাকি জীবন। ৬ ডিসেম্বর খবর পেলাম, জাফর সাহেব মারা গেছেন। মন খারাপ হলো। একদিন তো সবাইকে না-ফেরার দেশে পাড়ি দিতে হবেই! কেউ আগে আর পরে। তবে আমাদের এই বয়সে একটু বেশিই খারাপ লাগে। পৃথিবীর প্রতি মায়া জন্মায় তো! জাফর সাহেব আমার কয়েক বছরের বড় হবেন বলে মনে হয়। ছোটখাটো স্মৃতিও আছে। হয়তো আমরা একসঙ্গে কাজ করিনি। একসঙ্গে ওঠাবসাও ছিল না সেই অর্থে। বেতার-টেলিভিশনে আসা-যাওয়ার সময় যেটুকু কথা হয়েছে, কুশলবিনিময় হয়েছে, সেটাই স্মৃতি। সব সময় বলি, এক হাজার সস্তা গানের চেয়ে একটা দামি গান অনেক দিন বেঁচে থাকে। জাফর সাহেবের ক্ষেত্রেও তা-ই হয়েছে। তিনি না থাকলেও তার </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই পদ্মা এই মেঘনা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বা </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তোমরা ভুলেই গেছ মল্লিকাদির নাম</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> গানগুলো যুগে যুগে মানুষের হৃদয়ে থাকবে। জাফর সাহেব, ওপারে ভালো থাকবেন এই দোয়া করি।</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনুলিখন : সুদীপ কুমার দীপ</span></span></span></span></p>