শিল্পী ও শিল্প
আমার মাকেই আগে আঁকি
‘সহজ কথা যায় না বলা সহজে’। কিন্তু চিত্রকর্মে রূপময় বাংলাদেশের লোকায়ত জীবনের গল্প সহজেই বলেন শিল্পী সমর মজুমদার। রঙে আর রেখায় বাংলার মুখকেই বারবার তুলে আনেন তিনি। তার সাক্ষাৎকার নিয়েছেন পিন্টু রঞ্জন অর্ক
সম্পর্কিত খবর