<p>যদি না হয় গাছ বোনা</p> <p>আমরা কিন্তু বাঁচব না।</p> <p> </p> <p>গাছ থেকে পাই অক্সিজেন</p> <p>তা নিই দমে দমে</p> <p>সে গাছ যদি কমতে থাকে</p> <p>অক্সিজেনও কমে।</p> <p> </p> <p>অক্সিজেন না থাকে যদি</p> <p>বাতাসে নাই বিশ্বাস</p> <p>তখন তো ত্যাগ করতে হবে</p> <p>সবাইকে শেষনিঃশ্বাস।</p> <p>মরার চেয়ে বাঁচাই ভালো</p> <p>এটা তো নয় গোপন</p> <p>মাঝেমধ্যে আমাদের গাছ</p> <p>করতে হবে রোপণ।</p> <p> </p> <p>গাছে হবে ফলফলাদি</p> <p>ফুটবে কত ফুল</p> <p>জীবন হবে অর্থবহ</p> <p>আনন্দে মশগুল।</p> <p> </p> <p> </p>