<p>আয় বৃষ্টি ঝেঁপে</p> <p>মেঘ গাড়িতে চেপে</p> <p>মিষ্টি মেয়ে বৃষ্টি নাচে রুম ঝুম ঝুম ঝুম</p> <p>মেঘ ডাকে গুমগুম</p> <p>বৃষ্টি পড়ে আকাশ ভেঙে গাছের পাতায় চুম।</p> <p> </p> <p>বৃষ্টি পড়ে শাপলা পাতায়</p> <p>ব্যাঙের ছাতায় বকের মাথায়</p> <p>ছাদ গড়িয়ে বৃষ্টি পড়ে বাগানে ছলছলিয়ে</p> <p>অথৈ জলে মাঠ-বাগিচা রাস্তা গেল তলিয়ে।</p> <p> </p> <p>রাস্তার জল নামে না</p> <p>বৃষ্টি তো থামে না</p> <p>কেয়াপাতার নৌকা ভাসায় টুম্পা টুশি আমেনা।</p> <p> </p> <p>বৃষ্টি রে তুই ঝরে যা</p> <p>জানলা থেকে সরে যা</p> <p>সূর্য মামা উঠুক জেগে রোদের বাঁশি বাজিয়ে</p> <p>মা ডাকছে কাঁসার থালায় ডিম-খিচুড়ি সাজিয়ে।</p> <p> </p>