<p>ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের সাবেক সংসদ সদস্য ও দৌলতখান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী আজম মুকুলসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজি ও অপহরণ মামলা হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) বোরহানউদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক মো. আহসান বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন।</p> <p>পরে আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য ভোলা গোয়েন্দা পুলিশকে নির্দেশ দেন। মামলায় বাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আলমগীর নবীন।</p> <p>মামলার বাকী আসামিরা হলেন- বোরহানউদ্দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইবনে মাসুদ সোহাগ, যুবলীগ কর্মী সবুজ গোলদার, হুমায়ুন গোলদার, নুরনবী, নূর উদ্দিন ফরাজী।</p> <p>মামলার এজহারে বাদী আহসান উল্লেখ করেন, ২০২৩ সালের ৩ নভেম্বর দুপুরের দিকে ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলের নির্দেশে পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইবনে মাসুদ সোহাগসহ বাকী আসামিরা তাকে বোরহানউদ্দিন পূর্ব বাজার থেকে অপরহরণ করে। পরে মুকুলের সঙ্গে মোবাইলে কথা বলে তাকে মারধর করেন তারা। এ সময় তার টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় আসামিরা। এমনকি তার মোবাইল থেকে ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রবেশ করে সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহীমসহ বিএনপির গণ্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ পোস্ট করেন তারা।</p> <p>ভোলা কোর্ট পুলিশের পরিদর্শক মো. সামসুল আরেফিন কালের কণ্ঠকে জানান, তিনি এ সংক্রান্ত একটি মামলার কথা শুনেছেন। তবে এখনো আদালত থেকে তাদের কাছে কোনো কাগজপত্র আসেনি।</p> <p>উল্লেখ্য, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলের বিরুদ্ধে এ পর্যন্ত তিনটি মামলা হয়েছে।</p>