<p>জুলাই-আগস্ট গণহত্যার মামলায় সালমান এফ রহমান, আনিসুল হকসহ গ্রেপ্তার হওয়া সাবেক ১০ মন্ত্রীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। তারা ছাড়াও সাবেক প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা, এক সেনা কর্মকর্তা ও সাবেক এক সচিবকেও হাজির করার নির্দেশ দেওয়া হয়। আগামী ১৮ নভেম্বর তাদের হাজির করতে বলা হয়েছে।</p> <p>রবিবার (২৭ অক্টোবর) রাষ্ট্রপক্ষের পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন- বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মহিতুল হক এনাম চৌধুরী।</p> <p>এর আগে চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম তাদের গ্রেফতার ও ট্রাইব্যুনালে হাজির করতে ট্রাইব্যুনালে আবেদন করেন।</p> <p>ট্রাইব্যুনালে যাদের হাজির করতে বলা হয়েছে তাদের মধ্যে রয়েছেন- সাবেক প্রধানমন্ত্রীর শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান; সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই এলাহী চৌধুরী; আব্দুর রাজ্জাক, ফারুক খান, দীপু মনি, শাজাহান খান, গোলাম দস্তগীর গাজী, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনাইদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম।</p>