<p>প্রায় এক দশক আগে রাজধানীর ইস্কাটনে গুলি চালিয়ে দুজনকে হত্যা মামলায় আওয়ামী লীগের নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য বেগম পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ।</p> <p>এ মামলায় ২০১৯ সালে রনিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারিক আদালত। সাজার বিরুদ্ধে আপিল করে হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন রনি। ৫ নভেম্বর বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ তাকে এক বছরের জন্য জামিন দেন।</p> <p>রাষ্ট্রপক্ষের আবেদনে রবিবার (১০ নভেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক সেই জামিন স্থগিত করেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ। আগামী ১২ নভেম্বর আবেদনটি শুনানির জন্য রাখা হয়েছে বলে সাংবাদিকদের জানান এই আইন কর্মকর্তা।</p> <p>২০১৫ সালের ১৩ এপ্রিল রাত পৌনে ২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে একটি কালো রঙের প্রাডো গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছুড়লে তাতে অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম আহত হন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। ওই ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম ১৫ এপ্রিল অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে রমনা থানায় হত্যা মামলা করেন। ২০১৫ সালের ২১ জুলাই ঢাকার গোয়েন্দা পুলিশ রনির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। <br /> বিচার শেষে ২০১৯ সালের ৩০ জানুয়ারি রায় ঘোষণা করেন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. মঞ্জুরুল ঈমাম। আসামি রনির উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়। যাবজ্জীবন কারাদণ্ডের সঙ্গে রনিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত। পরে খালাস চেয়ে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন রনি।</p>