<p>প্রতারণার অভিযোগে চ্যানেল আইয়ের বার্তাপ্রধান শাইখ সিরাজসহ ৫ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে করা মামলা প্রত্যাহার করেছেন বাদী ফারজানা ব্রাউনিয়া। </p> <p>মঙ্গলবার (১২ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামানের আদালত মামলাটি নিষ্পত্তির আদেশ দিয়েছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আওয়ামী সরকার যেন ক্ষমতায় আসতে না পারে : খায়রুল কবির" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/12/1731416075-fe5df232cafa4c4e0f1a0294418e5660.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আওয়ামী সরকার যেন ক্ষমতায় আসতে না পারে : খায়রুল কবির</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/11/12/1445823" target="_blank"> </a></div> </div> <p>আদালত সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর মামলার বাদী উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া আদালতে মামলাটি প্রত্যাহারের আবেদন করেন। অনির্ধারিত সেই তারিখে তিনি আদালতে উপস্থিত হয়ে মামলার বিষয়টি আপস-মীমাংসা হয়ে গেছে বলে জবানবন্দি দেন। বিচারক তার জবানবন্দি রেকর্ড করে আদেশের জন্য আজ দিন ধার্য করেন। এদিন বিচারক মামলাটি প্রত্যাহারের অনুমতি দেন একই সঙ্গে মামলাটি নিষ্পত্তি করা হলো বলে আদেশ দেন। </p> <p>গত ২৫ সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালতে মামলার আবেদন করেন উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া। এ সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়ে তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।  মামলার যাদের আসামি করা হয়- আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবু, আব্দুর রশিদ মজুমদার পারভেজ ও রিয়াজ আহম্মেদ খান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মানবপাচার মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/12/1731415363-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মানবপাচার মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/12/1445819" target="_blank"> </a></div> </div> <p>মামলার অভিযোগে বলা হয়, বাদী চ্যানেল আইতে ম্যানেজার মার্কেটিং (ইভেন্ট) পদে মাসিক এক লাখ টাকা বেতনে চাকরিতে যোগ দেন। তিনি সুনামের সঙ্গে ২০১৪ সাল থেকে স্বর্ণ কিশোরী নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা ও পরিচালনা করে আসছিলেন। ২০১৮ সালে কোটা আন্দোলনে ছাত্র-ছাত্রীদের পক্ষে কথা বলায় তাকে বিনা নোটিশে প্রতিষ্ঠানটিতে নিষিদ্ধ করা হয়।</p> <p>এরপর তিনি মৌখিকভাবে প্রতিবাদ জানালে আসামিরা জানান যত দিন পর্যন্ত তাকে লিখিতভাবে বরখাস্ত না করা হচ্ছে, তত দিন পর্যন্ত তিনি মাসিক ভিত্তিতে মজুরি পাবেন।  সেই হিসেবে ২০১৮ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত মোট ৭৯ লাখ টাকা মজুরি বাবদ পাওনা হকদার। পাওনা টাকার জন্য আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠানো হলে আসামিরা তার কোনো জবাব না দিয়ে বাদীকে হুমকি দেন। এবং তার কাছ থেকে ৫০ কোটি টাকা চাঁদা দাবি করেন।</p>