<p style="text-align:justify">উত্তরা পশ্চিম থানার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার (১৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।</p> <p style="text-align:justify">এদিন কারাগার থেকে তাকে আদালতে হাজির করে পুলিশ। এসময় তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এসময় আসামিপক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="বেপজায় এক কোটি ৮০ লাখ ডলার বিনিয়োগ করল ‌'শিক উইংস'" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/13/1731475641-2c01fdf0482b745b2553371170564e99.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">বেপজায় এক কোটি ৮০ লাখ ডলার বিনিয়োগ করল ‌'শিক উইংস'</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/business/2024/11/13/1446104" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">এর আগে, গত ২৯ অক্টোবর রাতে উত্তরা ১০ নং সেক্টরের ২নং রোডের নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাসা থেকে নগদ তিন কোটি ১০ লাখ ২৭ হাজার টাকা। এক হাজার ৯৫৩ ইউএস ডলার। এক হাজার ১২০ কানাডিয়ান ডলার। এক হাজার ১০০ ইউরো। তিন হাজার ১১৭ কাতার রিয়াল। পাঁচ হাজার ৩০০ থাইবাথ। ৫০০ মেক্সিকান ডলার। ৫০ হংকং ডলার, তিন হাজার রুপি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="৩ দিনের রিমান্ডে সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক মমতাজ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/13/1731475273-729bd6259ecaf115d132a8e49edd0d0e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">৩ দিনের রিমান্ডে সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক মমতাজ</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/11/13/1446101" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">এছাড়াও প্রায় ৮৫ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার ও বার উদ্ধার করা হয়। এ ঘটনায় ৩০ অক্টোবর রাজধানীর উত্তরা পশ্চিম থানায় তার বিরুদ্ধে ১৯৪৭ সালের বৈদেশিক মুদ্রা আইনের ২৩(১) ধারায় মামলা দায়ের করা হয়।</p>