<p>জোবায়ের ওমর খানকে হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানার মামলায় রাঙামাটি ট্রেনিং সেন্টারের সাবেক পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। </p> <p>বুধবার (১৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।</p> <p>এদিন তাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রাসেল সরদার তার সাত দিনের রিমান্ড আবেদন করেন। এসময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ভারতে কিভাবে কেটেছে শেখ হাসিনার ১০০ দিন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/13/1731490730-de2d631cf64ae96008bc39b9fe6bc5f9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ভারতে কিভাবে কেটেছে শেখ হাসিনার ১০০ দিন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/13/1446164" target="_blank"> </a></div> </div> <p>উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তার দুই দিনের রিমান্ডের আদেশ দেন। এর আগে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাঙামাটি জেলার কাউখালী (বেতবুনিয়া) এলাকা মহিউদ্দিন ফারুকীকে গ্রেপ্তার করা হয়।</p> <p>মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৫ আগস্ট দুপুরে যাত্রাবাড়ির শনিরআখড়া এলাকায় জোবায়ের ওমর খান গুলিবিদ্ধ হন। তাকে মিটফোর্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জোবায়ের ভাই মামলা করেন। মহিউদ্দিন ফারুকী এজাহারনামীয় ৫৯ নং আসামি।</p>