<p style="text-align:justify">কক্সবাজার জেলা কারাগারের সাবেক জেল সুপার মো. বজলুর রশিদ আখন্দ ও তার স্ত্রী নাছিমা সুলতানার রাজধানী ঢাকা ও নারায়নগঞ্জের সম্পত্তি ক্রোক করে ওই সম্পত্তি দেখভালের জন্য রিসিভার নিয়োগ দেওয়া হয়েছে। কক্সবাজারের সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক এবং জেলা ও দায়রা জজ মুন্সী আবদুল মজিদ ওই আদেশ দেন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="যুক্তরাষ্ট্রের আগে বাংলাদেশে ‘গ্লাডিয়েটর ২’" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/14/1731574752-11d27b3845ddf37d8c177e400048f11e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">যুক্তরাষ্ট্রের আগে বাংলাদেশে ‘গ্লাডিয়েটর ২’</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/11/14/1446543" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">দুর্নীতি দমন কমিশন কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের দায়ের করা জ্ঞাত আয়বহির্ভূত সম্পত্তি অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় আদালত ওই আদেশ দেন। একই কার্যালয়ের সহকারি পরিচালক মো. সাখাওয়াত হোসেন মামলাটি তদন্ত করছেন। দুদক কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক সুবেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। </p> <p style="text-align:justify">ক্রোক করা সম্পত্তির মধ্যে ঢাকায় ৬টি প্লট ও নারায়নগঞ্জে জমি, প্লট ও ফ্ল্যাট রয়েছে। </p> <p style="text-align:justify">দুদক সুত্র মতে, মামলার তদন্তকালে সাবেক জেল সুপার মো. বজলুর রশিদ আখন্দের স্ত্রী ও মামলার আসামি নাছিমা সুলতানার নামে ৪৩ লাখ ৪৭ হাজার ৮৫৯ টাকার স্থাবর সম্পদের বৈধ কোনো উৎস পাওয়া যায়নি। কিন্তু তদন্তকারি সংস্থা গোপন সুত্রে জানতে পারে, আসামি বজলুর রশিদ আখন্দ ও নাছিমা সুলতানা ওই সম্পত্তি অন্যত্র বিক্রি, হস্তান্তর, স্থানান্তর ও বেহাত করা চেষ্টা করেছেন। ওই তদন্তের আলোকে আদালত তাদের সেই সব সম্পদ ক্রোকের নির্দেশ দেওয়ার পাশাপাশি সম্পদ দেখভালের জন্য রিসিভার নিয়োগের নির্দেশ দেন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="পূর্বাচলে উদ্ধার হওয়া ৭ টুকরো লাশটি ডাইয়িং ব্যবসায়ীর" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/14/1731574238-392d3c624b81a4ca3ab17fa45a0e7d5c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">পূর্বাচলে উদ্ধার হওয়া ৭ টুকরো লাশটি ডাইয়িং ব্যবসায়ীর</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/14/1446541" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">আদালতের দেওয়া আদেশে ক্রোক করা সম্পদের মধ্যে রয়েছে, রাজধানী ঢাকার ডেমরা এলাকার ৩ কাঠা জমি, খিলগাঁও এলাকার গোড়ান মৌজার ১৩ জন অংশীদারে কেনা জমির মধ্যে আসামির ২৭ দশমিক ৫০ শতাংশ জমি, ওই জমিতে ২০১৮-২০১৯ করবর্ষে নির্মিত ফ্ল্যাট, ডেমরা এলাকার আমুলিয়া মৌজার ৯ শতক জমির মধ্যে ৫০ শতাংশ মালিকানার ৪ দশমিক ৫ শতাংশ জমি, খিলগাঁও এলাকার গোড়ান মৌজায় ১২ জনের নামে কেনা সম্পদের আসামির অংশ ২৯ দশমিক ৪৭ শতাংশ জমি ও একই মৌজায় ১২ জনের নামে কেনা জমির মধ্যে আসামির অংশ ১ দশমিক ৯৬৪ শতাংশ জমি।</p> <p style="text-align:justify">এছাড়াও নারায়নগঞ্জের রূপগঞ্জে কামতা মৌজায় পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি চাকুরিজীবী ক্যাটাগরিতে পাওয়া ২৪ নম্বর সেক্টরের ৩০৭ নম্বর রোডের ৩ কাঠা আয়তনের ৩৭ নম্বর প্লটও রয়েছে। </p> <p style="text-align:justify">এসব সম্পদের মধ্যে ঢাকার জমি দেখভালের জন্য ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ও নারায়নগঞ্জের জমি দেখভালের জন্য নারায়নগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেটকে রিসিভার নিয়োগ করেছেন কক্সবাজার স্পেশাল জজ আদালত। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="ডাকাতির ১৮ ঘণ্টার মধ্যে মালামালসহ ৪ ডাকাত গ্রেপ্তার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/14/1731574070-4dfb062e125fa6c8bb97a3ab332ea958.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">ডাকাতির ১৮ ঘণ্টার মধ্যে মালামালসহ ৪ ডাকাত গ্রেপ্তার</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/14/1446539" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">দুর্নীতি দমন কমিশনের পক্ষে মামলাটি পরিচালনা করছেন পাবলিক প্রসিকিউটর এডভোকেট সিরাজ উল্যাহ। তিনি জানান, গত মঙ্গলবার (১২ নভেম্বর) সাবেক জেল সুপার মো. বজলুর রশিদ আখন্দের স্ত্রী নাছিমা সুলতানার সম্পত্তি ক্রোক ও রিসিভার নিয়োগের আদেশ দিয়েছেন। </p> <p style="text-align:justify">দুদক কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক সুবেল আহমেদ জানান, আদালতের নির্দেশনা পাওয়ার পর ঢাকা ও নারায়নগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট স্ব স্ব এলাকার সম্পদ ক্রোক করে ওই সব সম্পদের রিসিভারের দায়িত্ব পালন করবেন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="হাজতখানায় বসে টাকা হাতবদল : কনস্টেবল বরখাস্ত, ওসিসহ ৩ জনকে শোকজ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/14/1731573681-a992f07d19721dbf74df68c1ed4e7c56.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">হাজতখানায় বসে টাকা হাতবদল : কনস্টেবল বরখাস্ত, ওসিসহ ৩ জনকে শোকজ</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/14/1446538" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">প্রসঙ্গত, চলতি বছরের ২৮ অক্টোবর অনিয়ম-দুর্নীতি, তদন্ত, বদলিসহ নানা ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে এই মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক) কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়। দুর্নীতি দমন কমিশন কক্সবাজার সমন্বিত কার্যালয়ের উপ-সহকারি পরিচালক মোহাম্মদ হুমায়ূন বিন আহমদ নিজ কার্যালয়ে মামলাটি দায়ের করেন। </p> <p style="text-align:justify">ইতোপূর্বে গত ২৭ অক্টোবর দূর্নীতি দমন কমিশন মামলাটি রুজু করার অনুমোদন দেয়। </p>