<p>আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। বিভিন্ন সময়ে গুম এবং নির্যাতনে পঙ্গু হওয়ার অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের ৫৩ জনকে অভিযুক্ত করা হয়েছে।</p> <p>আজ রবিবার সকালে ট্রাইব্যুনালের প্রসিকিউশন দপ্তরে আসা ইসলামী ছাত্রশিবিরের আইন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।</p> <p>তার দেওয়া তথ্য অনুযায়ী, ট্রাইব্যুনালে অভিযোগকারী সাত জন। তাদের মধ্যে একজন নিখোঁজ। দুইজন তিন বছরের মতো গুম ছিলেন। অন্য চারজন পুলিশ ও র‍্যাবের নির্যাতনের শিকার হয়ে পঙ্গু হয়েছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="১০০ দিনে ৮৬২৭৭ জনের কর্মসংস্থান সৃষ্টি করেছে সরকার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/17/1731831311-2819e292b44e171ab17f0cd0ccdf12c9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>১০০ দিনে ৮৬২৭৭ জনের কর্মসংস্থান সৃষ্টি করেছে সরকার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/17/1447607" target="_blank"> </a></div> </div> <p>ঘটনার সময়কার পুলিশ, র‍্যাব ও আওয়ামী লীগের যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।</p> <p>সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চেয়েছেন অভিযোগকারীরা। তবে এ বিষয়ে কোন কথা বলতে রাজি হয়নি প্রসিকিউশন।</p>