<p>চাঁদপুরে লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বাড়িতে আগুন ও লুটপাটের ঘটনায় থানায় মামলা হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) রাতে মায়া চৌধুরীর আত্মীয় শিপন মিয়া নামে এক ব্যক্তি বাদী হয়ে এই মামলা করেন। </p> <p>এতে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মিজানুর রহমানসহ ৪১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৮০ জনকে আসামি করা হয়েছে। এরইমধ্যে পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে। </p> <p>এর আগে গত শনিবার রাতে চাঁদপুরে মতলব উত্তর উপজেলার মোহনপুর গ্রামে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বাড়িতে আগুন দেয় একদল দুর্বৃত্ত। এ সময় ওই বাড়িতে থাকা মালামাল লুটপাটের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন মামলার বাদী শিপন মিয়া। </p> <p>মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, আটক ছয়জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি আরো জানান, মামলার এজাহারে আরো যাদের নাম এবং অজ্ঞাত পরিচয়ের আছে- চিহ্নিত করে তোদেরকেও আটকের আটকের চেষ্টা চলছে। </p> <p>এদিকে, মায়া চৌধুরীর বাড়িতে লুটপাট ও আগুন দেওয়ার মামলায় আসামি করায় ক্ষোভ ও প্রতিবাদ জানান মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মিজানুর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগ নেতা স্থানীয় সাবেক সংসদ সদস্য মায়া চৌধুরীর বাড়িতে কে বা কারা রাতের আঁধারে এমন ঘটনা ঘটিয়েছে। তার প্রথম প্রতিবাদ তিনিই জানান। কারণ এলাকায় অশান্তি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এটি কোনো সুস্থ মানুষের কাম্য হতে পারে না। যারা এই ঘটনায় জড়িত তাদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের দাবি আমিও করছি। আমি মিজান প্রতিহিংসার রাজনীতি করি না। আর তার সমর্থনও করছি না। </p> <p>গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর পরিবার সদস্যদের আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তারপর থেকে তার মতলব উত্তরের মোহনপুর গ্রামের বাড়ি ফাঁকা ছিল।</p>