<p>রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনতানী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশের জামিন আবেদনের শুনানি হবে আগামী মঙ্গলবার।</p> <p>রবিবার (০১ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মিফজুর রহমান কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চিন্ময় কৃষ্ণের মামলায় শুনানি হবে আগামি ৩ ডিসেম্বর।</p> <p>আদালত সূত্র জানায়, শুনানির এই দিন আগেই ধার্য হয়েছিল। বুধ ও বৃহস্পতিবার আইনজীবীদের আদালত বর্জন ও কর্মবিরতি কর্মসূচি পালিত হয়। সপ্তাহ শেষে রবিবার আদালতের কার্যক্রম শুরু হলে শুনানির তারিখ জানা যায়।</p> <p>এদিকে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় নতুন করে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ পর্যন্ত সাইফুল হত্যা মামলায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘আলহামদুলিল্লাহ’, স্বামীর রায় শুনে তাহমিনা জামান" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/01/1733044737-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘আলহামদুলিল্লাহ’, স্বামীর রায় শুনে তাহমিনা জামান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/01/1452647" target="_blank"> </a></div> </div> <p>গত মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর তার অনুসারীদের সঙ্গে আইন শৃঙখলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় সাইফুল ইসলাম আফিল নামের এক আইনজীবী নিহত হন। </p> <p>ঘটনার দিন রাতে পুলিশের ওপর হামলা, কাজে বাধাদানের অভিযোগে পুলিশ বাদী হয়ে গত বুধবার কোতোয়ালী থানায় তিনটি মামলা করেছে। এসব মামলায় ৭৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় ১৪০০ জনকে আসামি করা হয়। এই পর্যন্ত মোট গ্রেপ্তার করা হয়েছে ৩৯ জনকে।</p> <p>আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় ৩১ জনকে আসামি করে নিহতের পরিবার মামলা করেছে। নগরের কোতোয়ালী থানায় এই মামলা দায়ের করেছেন আলিফের বাবা জামাল উদ্দিন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিসিএসে বাদ পড়ছে ‘ক্যাডার’ শব্দ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/01/1733041495-2819e292b44e171ab17f0cd0ccdf12c9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিসিএসে বাদ পড়ছে ‘ক্যাডার’ শব্দ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/01/1452635" target="_blank"> </a></div> </div> <p>কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম  কালের কণ্ঠকে বলেন, আলিফ হত্যা মামলায় জড়িত সব আসামিকে চিহ্নিত করা হয়েছে। এই মামলায় আগেই ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নতুন করে কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।</p> <p>ওসি আরো জানান, আলিফ হত্যাকাণ্ডের সময় চন্দন কমলা রঙের গেঞ্জি ও হেলমেট পরেছিলেন। ভিডিওতে তাকে কোপাতে দেখা গেছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।</p>