<p>শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা কলেজের শিক্ষার্থী মো. শামীমকে হত্যাচেষ্টা মামলায় তাদের এ রিমান্ড মঞ্জুর করেন আদালত।</p> <p>আজ বুধবার (১৫ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।</p> <p>এদিন তাদের আদালতে হাজির করে রাজধানীর নিউমার্কেট থানার হত্যাচেষ্টা মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. ওমর ফারুক। আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। এ সময় রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সারজিসসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দের বিষয়টি ভুয়া" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/15/1736916468-d99119ca42e35bfa7fbc7fba9ab1d88a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সারজিসসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দের বিষয়টি ভুয়া</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/15/1468863" target="_blank"> </a></div> </div> <p>আদালতে নিয়ে যাওয়ার সময় কালের কণ্ঠের সঙ্গে কথা হয় জুনায়েদ আহমেদ পলকের। এ সময় তার মুখে ছিল মুচকি হাসি। তিনি কালের কণ্ঠকে বলেন, ‘আমাদেরকে ফোনে আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলতে দেয় না। সব বন্দি তো কথা বলতে পারে সাত দিনে একবার।’</p> <p>তিনি আরো বলেন, ‘আমাদেরকে দুই মাস হলেও কথা বলতে দেয় না। আমি নিজেই তো বৈষম্যের শিকার। সুবিচার চাই।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফরিদপুরে ট্রেন-নসিমন সংঘর্ষে প্রাণ গেল নসিমন চালকের" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/15/1736924492-d910c0bfa749cd12cea822ced3c1f8b7.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফরিদপুরে ট্রেন-নসিমন সংঘর্ষে প্রাণ গেল নসিমনচালকের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/15/1468892" target="_blank"> </a></div> </div>