ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘গ ইউনিট’ ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই পরীক্ষা কেনো বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।
বুধবার (১৯ মার্চ) এসংক্রান্ত এক রিটে প্রাথমিক শুনানির পর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি সিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। দুই মাসের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ‘গ’ ইউনিটের পরীক্ষার ফলাফলের বিষয়ে উপযুক্ত সিদ্ধান্ত নিতে বলা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের আইনজীবী মো. শিশির মনির।
৯ ফেব্রুয়ারি ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। পরীক্ষায় সরবরাহ করা বহুনির্বাচনি (এমসিকিউ) প্রশ্নে পর পর চারটি প্রশ্নের পুনরাবৃত্তি হয়। দেশের আটটি বিভাগীয় শহরে এই ভর্তি পরীক্ষা হয়। ভর্তি পরীক্ষার বি সেট প্রশ্নপত্রের অ্যাকাউন্টিং অংশে দেখা যায়, এই বিভাগের ১২টি প্রশ্নের মধ্যে চারটি প্রশ্নের হুবহু পুনরাবৃত্তি ঘটেছে।
প্রশ্ন পত্রের ২৫ ও ৩৩, ২৬ ও ৩৪, ২৭ ও ৩৫ এবং ২৮ ও ৩৬ নম্বরে প্রশ্নের পুনরাবৃত্তি হয়েছে।
তখন এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক মাহমুদ ওসমান ইমাম বলেন, ‘এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আমরা দুঃখিত। তবে এখানে শিক্ষার্থীদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমরা বিষয়টি ফাইন্ড আউট করেছি।
যে-সব প্রশ্নপত্রে এমন হয়েছে, সেগুলো একটি প্যাটার্ন ব্যবহার করে চিহ্নিত করা যাবে এবং সেই উত্তরপত্র সেভাবেই দেখা হবে। শিক্ষার্থীদের প্রতি কোনো অন্যায় করা হবে না।’
কিন্তু ব্যবসায় শিক্ষা অনুষদের ডিনের এমন আশ্বাসে আস্থা রাখতে পারেনি পরীক্ষার্থী জিহান আল ফুয়াদ। তিনি ফের পরীক্ষা নেওয়ার জন্য উপাচার্যকে চিঠি দেন। সাড়া না পেয়ে হাইকোর্টে রিট করেন তিনি।
আবেদনের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট গ ইউনিটের পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রমে দুই মাসের স্থগিতাদেশ দেন।