<p>পাগড়ি পরিধান করতে ভালোবাসতেন মহানবী (সা.)। তিনি বেশির ভাগ সময় পাগড়ি পরিধান করতেন। তিনি সাহাবায়ে কিরামকে পাগড়ি পরিধানে উৎসাহিত করতেন। নবীজি (সা.) বলেন, ‘পাগড়ি ব্যবহার করো। কেননা এতে ব্যক্তিত্ব বাড়ে।’ এমনকি কখনো পাগড়ি না পেলে তিনি মাথায় একটি কাপড় হলেও বেঁধে রাখতেন।</p> <p>সিরাত গবেষকরা বলেন, বদরের যুদ্ধে যেসব ফেরেশতা মুসলিম বাহিনীকে সাহায্য করেছিলেন রাসুলুল্লাহ (সা.) তাঁদের পাগড়ি পরিহিত অবস্থায় দেখেন। এর পর থেকে তিনি নিয়মিত পাগড়ি পরা শুরু করেন। (মাউসুয়াতু সিরাতি সাইয়িদিল আনাম : ৪/৫৩; খাসায়েসে মোস্তফা, পৃষ্ঠা-৩৯)</p> <p><strong>পাগড়ি পরিধানের বিধান</strong></p> <p>মুসলমানের জন্য পাগড়ি পরিধান করা মুস্তাহাব। কেননা রাসুলুল্লাহ (সা.) নিয়মিত পাগড়ি পরিধান করতেন। (আউনুল মাবুদ : ১১/২৬৫)</p> <p>তবে তা নামাজের সঙ্গে খাস বা বিশেষায়িত নয়। কেননা রাসুলুল্লাহ (সা.) নামাজ ও নামাজের বাইরে উভয় অবস্থায় পাগড়ি পরিধান করতেন। জাবের (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) মক্কা বিজয়ের দিন কালো পাগড়ি পরিধান করে মক্কায় প্রবেশ করেন। (শামায়েলে তিরমিজি, হাদিস : ৮৬)</p> <p>হারিস ইবনে হুরাইস (রা.) বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে কালো পাগড়ি পরিহিত অবস্থায় খুতবা দিতে দেখেছি। (শামায়েলে তিরমিজি, হাদিস : ৮৬)</p> <p><strong>নবীজি (সা.)-এর পাগড়ির নাম</strong></p> <p>মহানবী (সা.) সাহাব নামের একটি পাগড়ি পরিধান করতেন। আলী ইবনে আবি তালিব (রা.)-ও সেটা মাথায় বেঁধে ছিলেন। (জাদুল মাআদ, পৃষ্ঠা-৮৮)</p> <p><strong>যেভাবে পাগড়ি পরতেন</strong></p> <p>রাসুলুল্লাহ (সা.) মাথায় পাগড়ি পরিধান করতেন। মাথায় পাগড়ির এক প্রান্ত পেঁচিয়ে অপর প্রান্তের একাংশ দুই কাঁধের মধ্যে ঝুলিয়ে দিতেন। ঝুলানো অংশকে ‘শামলা’ বলা হয়। আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) যখন পাগড়ি পরিধান করতেন দুই কাঁধের মধ্যে তা ঝুলিয়ে দিতেন।’ (শামায়েলে তিরমিজি : ৮৮)</p> <p>আবদুল্লাহ ইবনে ওমর (রা.)-কে জিজ্ঞাসা করা হয়, রাসুলুল্লাহ (সা.) কিভাবে পাগড়ি পরতেন? তিনি বলেন, তিনি পাগড়ি পরতেন এবং পাগড়ির কুণ্ডলী মাথায় পেঁচিয়ে তা বেঁধে (আটকে) রাখতেন। অন্য বর্ণনায় এসেছে, তিনি পাপড়ির এক প্রান্ত পেছনে গুঁজে দিতেন এবং পাগড়ির শামলা দুই কাঁধের মধ্যে ঝুলিয়ে দিতেন। (মাউসুয়াতু সিরাতি সাইয়িদিল আনাম : ৪/৫৬)</p> <p>মহানবী (সা.) পাগড়ির নিচে টুপি পরিধান করতেন। তবে তিনি কখনো কখনো শুধু পাগড়ি পরিধান করতেন, কখনো পাগড়ি ছাড়া টুপি পরিধান করতেন। (আউনুল মাবুদ : ১১/২৬৫)</p> <p><strong>শামলা ঝুলিয়ে রাখার রহস্য</strong></p> <p>শায়খুল ইসলাম ইবনে তাইমিয়া (রহ.) নবীজি (সা.) কর্তৃক পাগড়ির শামলা ঝুলিয়ে রাখার রহস্য হিসেবে নিম্নোক্ত হাদিস বর্ণনা করেন। রাসুলুল্লাহ (সা.) একবার মদিনায় স্বপ্ন দেখেন। তিনি বলেন, স্বপ্নে আমি আল্লাহর সাক্ষাৎ লাভ করি। তখন আল্লাহ আমাকে বলেন, ‘হে মুহাম্মদ! ঊর্ধ্ব জগতের ফেরেশতারা কী নিয়ে ঝগড়া করল জানো? আমি বললাম, না। আল্লাহ তাআলা তখন আমার দুই কাঁধের মধ্যে তাঁর কুদরতি হাত রাখেন। অমনি আকাশ ও পৃথিবীর সব কিছুর জ্ঞান আমার লাভ হলো।’ (জাদুল মাআদ, পৃষ্ঠা-৮৮)</p> <p><strong>নবীজি (সা.)-এর পাগড়ির দৈর্ঘ্য</strong></p> <p>আল্লামা ইবনুল কাইয়িম (রহ.) বলেন, আল্লাহর রাসুল (সা.) এত বড় পাগড়ি পরতেন না, যা মাথায় বহন করা কষ্টকর, আবার এমন ছোট পাগড়িও পরতেন না, যাতে মাথা ঢাকে না, বরং তিনি মাঝামাঝি মাপের পরিধান করতেন। (আশ-শামায়িলুল মুহাম্মাদিয়্যাহ, পৃষ্ঠা-১০০)</p> <p>ইমাম নববী (রহ.) বলেন, নবীজি (সা.)-এর ছোট পাগড়ি সাত গজ এবং বড় পাগড়ি ১২ গজ দীর্ঘ ছিল। (প্রাগুক্ত)</p> <p><strong>নবীজি (সা.)-এর পাগড়ির রং</strong></p> <p>রাসুলে আকরাম (সা.) বিভিন্ন রঙের পাগড়ি পরিধান করেছেন। আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) সাত গজ দীর্ঘ পাগড়ি পরিধান করতেন। তিনি সফরে সাদা রঙের এবং অন্য সময় কালো রঙের পাগড়ি পরিধান করতেন। (ফয়জুল কাদির : ৫/২১৪)</p> <p>নবীজি (সা.) হালকা হলুদ বর্ণের পাগড়ি পরিধান করতেন। ইসমাইল বিন আবদুল্লাহ বিন জাফর তাঁর পিতা থেকে বর্ণনা করেন, আমি মহানবী (সা.)-কে দেখেছি, তাঁর পবিত্র দেহে জাফরান রঙের দুটি কাপড় ছিল। একটি হলো চাদর, অন্যটি হলো পাগড়ি। (মুসতাদরাকে হাকেম, হাদিস : ৭৩৯৫)</p> <p>তিনি কখনো কখনো হালকা লাল বর্ণের পাগড়ি পরিধান করেন। আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত, আমি রাসুলুল্লাহ (সা.)-কে অজু করতে দেখেছি। তাঁর মাথার ‘কিতরি’ (হালকা লাল বর্ণের) একটি পাগড়ি ছিল। তিনি পাগড়ির নিচে হাত প্রবেশ করান। অতঃপর মাথার সামনের অংশ মাসেহ করে নেন। কিন্তু তিনি পাগড়ি খোলেননি। (আবু দাউদ, হাদিস : ১৪৭)</p> <p>আল্লাহ সবাইকে যথাযথভাবে নবীজি (সা.)-এর অনুসরণ করার তাওফিক দিন। আমিন।</p> <p> </p>