<p>তুরস্কের নবম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ মুয়াজ মাহমুদ। স্থানীয় সময় গত বুধবার (৩০ অক্টোবর) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপের হাত থেকে ক্রেস্ট ও পুরস্কার গ্রহণ করেন তিনি।</p> <p>তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের ফেসবুক ও এক্স অ্যাকাউন্টে প্রতিযোগিতার কথা তুলে ধরে বিজয়ীদের প্রশংসা করেন। তিনি লিখেছেন, ‘আমি কারি, হাফেজ ও ৯৪ জন প্রতিযোগীকে অভিনন্দন জানাই, যারা আন্তর্জাতিক পবিত্র কোরআন হিফজ ও তিলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন। তা ছাড়া বিচারকের দায়িত্ব পালনকারী সম্মানিত শিক্ষক এবং এই সুন্দর কার্যক্রমে যারা অবদান রেখেছেন তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি।’</p> <p>হাফেজ মুয়াজ মাহমুদ রাজধানীর মিরপুর-১-এর মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর কিতাব বিভাগের শিক্ষার্থী। </p> <p>এর আগে গত ২১ আগস্ট সৌদি আরবের মক্কা নগরীর পবিত্র মসজিদুল হারামে অনুষ্ঠিত বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। </p> <p>প্রসঙ্গত গত ২৮ মার্চ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে তুরস্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতার বাছাই পর্ব হয়। ওই সময় হাফেজ মুয়াজ মাহমুদ দেশের শতাধিক মেধাবী হাফেজের মধ্যে প্রথম স্থান অর্জন করে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হন।</p> <p><iframe frameborder="0" height="500" sandbox="allow-scripts allow-same-origin" scrolling="yes" src="https://twitframe.com/show?url=https://twitter.com/RTErdogan/status/1851632651024642330?ref_src=twsrc%5Etfw">October 30, 2024</a></blockquote> <script async src=" width="600"></iframe></p> <p> </p>