<p>আজ শুক্রবার, ২ রজব ১৪৪৬ হিজরি, ৩ জানুয়ারি ২০২৫। সৌদি আরবের মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে জুমার নামাজ পড়বেন মুসলিমরা। প্রতি সপ্তাহে নির্ধারিত খতিব জুমার খুতবা ও নামাজ পড়িয়ে থাকেন।</p> <p>আজ মক্কার পবিত্র মসজিদুল হারামে জুমা পড়াবেন শায়খ ড. উসামা বিন আবদুল্লাহ খাইয়াত এবং মদিনার পবিত্র মসজিদে নববিতে পড়াবেন শায়খ ড. আহমদ বিন আলী আল-হুজাইফি। পবিত্র মসজিদুল হারামে আজান দেবেন শায়খ হুসাইন বিন হাসান শাহাত ও শায়খ মুহাম্মদ বিন আলী সালেহ আল-উমরি। আর মসজিদে নববিতে আজান দেবেন শায়খ উসামা বিন ইবরাহিম আল-কাইয়িম ও শায়খ আনাস নাজিহ আল-শরিফ</p> <p>বুধবার (১ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমের এক্স-এর বার্তায় পবিত্র দুই মসজিদ পরিচালনাকারী কর্তৃপক্ষের ধর্মবিষয়ক বিভাগ এ তথ্য জানিয়েছে। </p> <p>প্রতি সপ্তাহের মতো আজকের জুমার খুতবাও অনলাইনে সম্প্রচারিত হবে। আরবি ভাষার পাশাপাশি বিশ্বের ১০টি ভাষায় খুতবার অনুবাদ শোনা যাবে। যেসব ভাষায় খুতবা শোনা যাবে তা হলো- ইংরেজি, ফার্সি, মালাই, উর্দু, চায়নিজ, ফ্রেঞ্চ, হাউসা, তার্কিশ, রুশ ও বাংলা। খুতবা শুনতে নির্ধারিত <a href="https://manaratalharamain.gov.sa/">ওয়েবসাইটে </a>প্রবেশ করে যেকোনো একটি ভাষায় ক্লিক করতে হবে।</p> <p><em>সূত্র : হারামাইন ওয়েবসাইট</em></p> <p><iframe frameborder="0" height="600" sandbox="allow-scripts allow-same-origin" scrolling="yes" src="https://twitframe.com/show?url=https://twitter.com/PRAGOVSA/status/1874453820316819862" width="800"></iframe></p>