<p><strong>প্রশ্ন</strong> : এক ব্যক্তি তার কাজা নামাজের ফিদিয়া দেওয়ার জন্য অসিয়ত না করেই মারা গেছে। কিন্তু তার এক ছেলে সচ্ছল, সে তার পক্ষ থেকে তার বাবার ফিদিয়া আদায় করে দিতে চায়, সেখান থেকে কিছু টাকা মৃত ব্যক্তির অসহায় নাতিকেও দিতে চায়। এই টাকা মৃত ব্যক্তির নাতিকে দেওয়া যাবে?</p> <p>—সুজন, ঢাকা</p> <p><strong>উত্তর</strong> : প্রশ্নে বর্ণিত মৃত ব্যক্তির কাজা নামাজের ফিদিয়া যেহেতু অসিয়তবিহীন ওয়ারিশরা স্বেচ্ছায় নিজেদের পক্ষ থেকে আদায় করতে চাচ্ছে, তাই তা নফল সদকা হিসেবে গণ্য হবে। এ ধরনের নফল সদকা অন্য গরিবের মতো মৃতের অসহায় নাতিকে দিতে পারবে।</p> <p>(আদ্দুররুল মুখতার : ২/৭২, রদ্দুল মুহতার : ২/৭২, আল ফাতাওয়াল হিন্দিয়া : ১/১৮৮, ফাতাওয়ায়ে মাহমুদিয়া : ৭/৩৮৮, ফাতাওয়ায়ে দারুল উলুম : ৪/৩৬৪, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ৪/২৭০)</p> <p><strong>সমাধান</strong> : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।</p>