<p>সন্ত্রাসবিরোধী আইনে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকারের জারি করা প্রজ্ঞাপন প্রত্যাহার হতে পারে আজ বুধবার। সন্ত্রাসবিরোধী আইনের ১৮ (১) ধারায় জামায়াত, শিবির ও দলটির সব অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করে গত ১ আগস্ট আওয়ামী লীগ সরকার প্রজ্ঞাপন জারি করে।</p> <p>আইন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইনের ১৮ (২) ধারায় বলা হয়েছে, সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যেকোনো ব্যক্তি বা সত্তাকে তফসিলে তালিকাভুক্ত করিতে বা তফসিল হইতে বাদ দিতে পারিবে অথবা অন্য কোনোভাবে তফসিল সংশোধন করিতে পারিবে। এই ধারার মাধ্যমে জামায়াত-শিবিরের নিষিদ্ধ প্রত্যাহার করা হবে। </p> <p>ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ওই দিন সেনাপ্রধানের কার্যালয় ও বঙ্গভবনে রাজনৈতিক দলের বৈঠক হয়। দেশের অন্যতম রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীকে সেখানে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়। ১২ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের একটি আনুষ্ঠানিক বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আইনি দিকগুলো খতিয়ে দেখে অবিলম্বে বিষয়টি সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় বলে জানা গেছে।</p>