<p>‘চিরস্থায়ী শান্তি পেতে হলে চিরস্থায়ী শান্তির রাস্তা বের করতে হবে। এটি হলো আল্লাহর দেওয়া কোরআনের রাস্তা। এ রাস্তা ধরে বাংলাদেশ আগাবে ইনশাআল্লাহ। সেগুলোর জন্য আমাদের সবার প্রস্তুতি নিতে হবে। যেদিন এ রাস্তা চলে আসবে, সেদিনই বাংলাদেশে শান্তি কায়েম হবে। শান্তি পাবে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। শান্তি পাবে আপামর জনসাধারণ।’ কুষ্টিয়াতে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকায় ফেরার পথে রবিবার (১ সেপ্টেম্বর) রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় পথসভায় এসব কথা বলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।   </p> <p>রাজবাড়ী জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম বলেন, ‘কুষ্টিয়া থেকে ঢাকায় ফেরার পথে গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে স্বল্প পরিসরে পথসভায় বক্তব্য দেন আমাদের জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার আগমন উপলক্ষে আমরা রাজবাড়ী জেলা জামায়াত সর্বস্তরের জনশক্তি সঙ্গে নিয়ে এই পথসভাকে সফল ও স্বার্থক করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছি।’ </p> <p>এ সময় ফরিদপুর জেলা জামায়াতের আমির মো. বদর উদ্দিনসহ রাজবাড়ী জেলা ও গোয়ালন্দ উপজেলা জামায়াতের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।</p>