<p style="text-align:justify">রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল্লাহ আল মাসুদকে হত্যার নিন্দা জানিয়েছে আওয়ামী লীগ। রবিবার (৮ সেপ্টেম্বর) দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এক বিবৃতিতে এ নিন্দা জানান। তিনি নির্বিচারে একের পর এক দলীয় নেতাকর্মীদের হত্যার ঘটনা জাতিকে বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন।</p> <p style="text-align:justify">আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘শনিবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা  আব্দুল্লাহ আল মাসুদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এক দশক আগে ২০১৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক হামলায় মাসুদের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে একটি কৃত্রিম পায়ের সাহায্য নিয়ে পঙ্গু জীবনযাপন করছিলেন মাসুদ। মাত্র ৫দিন আগে মাসুদ প্রথম কন্যা সন্তানের বাবা হন। তিনি গতকাল সেই কন্যার জন্য ওষুধ কিনতে বাসা থেকে বের হয়েছিলেন। ঠিক সে সময়েই হামলার শিকার হন। প্রথমে তাকে বস্তায় ভরে পেটানো হয়। এরপর রাজশাহীর বোয়ালিয়া থানায় নিয়ে তাকে ফেলে রাখা হয়। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিতে যেতে দেওয়া হয়নি। মাটিতে ফেলে রাখা মাসুদ বারবার পানি খেতে চাইলেও খুনিরা ন্যুনতম সহানুভূতি দেখায়নি। তারা মাটিতে ফেলে রেখেই মাসুদের মৃত্যু নিশ্চিত করেন।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/08/1725804291-da9ca8088150e71ab2dc1ab576cb6d9d.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/09/08/1423401" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">তিনি বলেন, ‘যেখানে গুরুতর অপরাধের জন্যও সাধারণত কোনো আদালতে পঙ্গু ব্যক্তিদের মৃত্যুদণ্ড দেওয়া হয় না, সেখানে মাসুদকে এভাবে পিটিয়ে হত্যা মানবাধিকারের চরম লঙ্ঘন। এ ঘটনার নিন্দা ভাষায় প্রকাশ সম্ভব নয়। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে যাবতীয় গণতান্ত্রিক মূল্যবোধ বিসর্জন দেওয়ার যে চর্চা চলছে তা বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার দিকে নিয়ে যাচ্ছে। এভাবে নির্বিচারে মানুষ হত্যা জাতির জন্য গভীর বিপর্যয় ডেকে আনবে। আমরা এ হত্যার উৎসব বন্ধ করার দাবি জানাচ্ছি। আইন নিজের হাতে তুলে নিয়ে নৃশংস, বর্বরতার প্রদর্শনী আর দেখতে চাই না।’</p> <p style="text-align:justify">নাছিম বলেন, ‘এসব বিষয়ে দেশি, বিদেশি মানবাধিকার সংগঠনগুলোর নীরবতা দুঃখজনক। মানবাধিকার রক্ষায় অতীতের মতো তাদের সরব ভূমিকা আশা করছি।’</p>