<p>সারা দেশের নেতাকর্মীদের জন্য জরুরি ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। কোনো প্রকার অপপ্রচারে বিভ্রান্ত না হতে নেতাকর্মীকে নির্দেশ দেওয়া হয়েছে।</p> <p>রবিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে দলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।</p> <p>ওই পোস্টে বলা হয়েছে, আওয়ামী লীগকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলমান। অফিশিয়াল পেজে কোনো ঘোষণা না দেওয়া পর্যন্ত, কোন কর্মসূচির খবর অবশ্যই গুজব। দলীয়ভাবে যেকোনো সিদ্ধান্ত জানানো হবে আওয়ামী লীগের দপ্তর থেকে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘আমি জামায়াত করি, ছেলে ছাত্রলীগে পদধারী ছিল জানতাম না’" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/27/1730038282-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘আমি জামায়াত করি, ছেলে ছাত্রলীগে পদধারী ছিল জানতাম না’</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2024/10/27/1439769" target="_blank"> </a></div> </div> <p>এতে আরো বলা হয়েছে, কেউ কোনো প্রকার অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। অনলাইনে প্রতিবাদ করুন সকল অন্যায়ের।</p> <p>গত ৬ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকে দলের অফিসিয়াল ফেসবুক পেজে সক্রিয় রয়েছে দলটি। দলের পক্ষ থেকে বিভিন্ন সময় বিবৃতি বা নেতাকর্মীদের দিক নির্দেশনা দেওয়া হয় অফিশিয়াল পেজে।</p>