<p>বিগত সরকারের আমলে ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে শুরু করে জাতীয় নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, ‘২০১৪ সাল থেকে ২০২৪ সাল মানুষ ভোট দিতে পারেনি। তারা ১৬ বছর গুম, খুন, রাহাজানিসহ বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। আজ তাদের পতন হয়েছে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সরকার কোনো গোষ্ঠীর কাছে দায়বদ্ধ নয় : জ্বালানি উপদেষ্টা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/02/1730541234-9b455c78f2049bc7504e278ce4256101.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সরকার কোনো গোষ্ঠীর কাছে দায়বদ্ধ নয় : জ্বালানি উপদেষ্টা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/02/1441871" target="_blank"> </a></div> </div> <p>শনিবার (২ নভেম্বর) বিকেলে কালিয়া হরিপুর ইউনিয়নে পাইকাপাড়া মডেল হাই স্কুল মাঠে সিরাজগঞ্জ সদর থানা বিএনপি আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।</p> <p>মামলায় নিজের সাজা হওয়া প্রসঙ্গে বিএনপি নেতা টুকু বলেন, ‘মিথ্যা মামলায় সাজা হওয়ায় বিদেশে চলে যাওয়ার পর ভেবেছিলাম আমি আর দেশের মাটিতে আসতে পারব না। আমার লাশের মুখ দেখবে সিরাজগঞ্জের মানুষ। কিন্তু আল্লাহ মহান, আল্লাহ আমাকে দেশের মাটিতে ফিরিয়ে এনেছেন। তাই কেউ অহংকার করবেন না। অহংকারের মালিক একমাত্র আল্লাহ। অহংকার করলে কি হয়, তা শেখ হাসিনাকে দেখে শিখবেন।’</p> <p>নেতাকর্মীদের নির্যাতন করা প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এসেই সিরাজগঞ্জের সয়দাবাদ ও বাঐতারায় জাহাঙ্গীর ও বাবলুসহ ৪জনকে নৃশংসভাবে হত্যা করে সিরাজগঞ্জে প্রথম রক্তের রাজনীতি শুরু করেছিল। তাদের আঙ্গুল তুলে ফেলা হয়েছিল। চেহারা বীভৎস করা হয়েছিল। শুধু সিরাজগঞ্জ নয়, ১৬টি বছর আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের ওপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল। তাদের আমলে বিএনপিকে কোন মিছিল-মিটিং করতে দেওয়া হয়নি।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চুন্নুর ভাষণের ভিডিও শেয়ার করে যা বললেন হাসনাত" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/02/1730544103-16159df1b9b4695c4f877735195c8868.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চুন্নুর ভাষণের ভিডিও শেয়ার করে যা বললেন হাসনাত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/11/02/1441882" target="_blank"> </a></div> </div> <p>সদর থানা বিএনপির সভাপতি রফিক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, শহর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী জাহিদ আলম ও সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হক প্রমুখ।</p>