<p style="text-align:justify">বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ‘পতিত কর্তৃত্ববাদী সরকার তার কর্তৃত্ব নিশ্চিত করতে গিয়ে আইন, বিচার, প্রশাসনসহ সব কিছুকে একাকার করে ফেলেছিল।’</p> <p style="text-align:justify">শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঊর্ধ্বতন কয়েকজন সাবেক সেনা কর্মকর্তার সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গত বছরের সেপ্টেম্বরে এসব সাবেক সামরিক কর্মকর্তা বিএনপির রাজনীতিতে যোগ দেন। বিএনপি কার্যালয় থেকে জানানো হয়, সাবেক সামরিক কর্মকর্তাদের এই দলে ২০ জন ছিলেন।</p> <p style="text-align:justify">অনুষ্ঠানে রুহুল কবীর রিজভী বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের আমলে বিচারকদের অনেকেই রাজনীতিবিদদের মতো কথা বলেছেন। সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিকের কথা শুনে মনে হতো তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। সাবেক প্রধান বিচারপতিকে তরবারি উপহার দিয়েছিলেন গোয়েন্দা বাহিনীর সাবেক প্রধান। ছাত্রলীগের ছেলেরা গিয়ে ফুল দিয়েছেন। পৃথিবীর কোথাও এমন নজির নেই।’</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘একদিকে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, অন্যদিকে বহুদলীয় গণতন্ত্রকে নিশ্চিত করতে হবে। এ দুটি বিষয়কে সামনে রেখেই আমাদের এগিয়ে যেতে হবে।’</p> <p style="text-align:justify">ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত প্রসঙ্গে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘সীমান্তে হত্যা হচ্ছে প্রতিদিন। এক দিন-দুই দিন পরপরই ঠাকুরগাঁয়ের সীমান্ত, লালমনিরহাটের সীমান্ত, হবিগঞ্জের সীমান্ত রক্তাক্ত হচ্ছে। ফেলানীর মতো অনেক কিশোরীর লাশ কাঁটাতারের ওপর ঝুলেছে। কিন্তু গত সরকার তার একটারও প্রতিবাদ পর্যন্ত করতে পারেনি।’</p> <p style="text-align:justify">মতবিনিময়সভার উদ্ধৃতি দিয়ে বিএনপি অফিস সূত্রে বলা হয়, সাবেক সেনা কর্মকর্তারা রুহুল কবীর রিজভীর সঙ্গে দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। দেশের প্রয়োজনে এবং রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে আরো শক্তিশালী করার জন্য সাবেক সামরিক কর্মকর্তাদের কাজে লাগানো যেতে পারে বলে এসকল সাবেক সামরিক কর্মকর্তা অভিমত ব্যক্ত করেছেন।</p> <p style="text-align:justify">সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জহুরুল আলম, কর্নেল (অব.) আব্দুল হক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) আইয়ুব, লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান, লেফটেন্যান্ট কর্নেল (অব.) নওরোজ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুস্তাফিজ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) রাশেদ, মেজর (অব.) কোরবান আলী, মেজর (অব.) ছাব্বিরসহ মোট ২০ জন সাবেক সামরিক কর্মকর্তা এ মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।</p>