<p>আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদের দোসর দলগুলোর রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ। একই সঙ্গে আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণ নিষিদ্ধ করতে হবে বলে দাবি জানানো হয়েছে।</p> <p>রবিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি গেটে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।</p> <p>আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নিয়ে বিএনপি সংসদে বসতে চায় কি-না এ বিষয়ে দলটির অবস্থান পরিষ্কার করতে বিএনপি নেতাদের আহ্বান জানান তিনি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সমন্বয়ক হাসিব আল ইসলামকে শোকজ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/03/1730633806-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সমন্বয়ক হাসিব আল ইসলামকে শোকজ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/03/1442280" target="_blank"> </a></div> </div> <p>'বিএনপি রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না'—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, বক্তব্যটি আমাদের দৃষ্টি গোচর হয়েছে। যেখানে তিনি বলেছেন বিএনপি রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না। আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদের দোসরদের রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধের লড়াইকে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন। ওনার কাছে ভুল তথ্য থাকায় এমন কথা বলেছেন নাকি এটা তাদের দলীয় অবস্থান? সেটি পরিষ্কার করা উচিৎ।</p> <p>জাতীয় পার্টি ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার কাজ করছে দাবি করে বিন ইয়ামিন মোল্লা বলেন, গতকাল তারা রংপুরে লাঠিসোঁটা নিয়ে  মিছিল করেছে। তাদের সমাবেশে আওয়ামী লীগ সারা দেশ থেকে লোক পাঠাচ্ছে, জি এম কাদের এটা স্বীকারও করেছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="টিএসসিতে শেখ হাসিনা ও কাদেরের ফাঁসি সোমবার!" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/03/1730636092-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>টিএসসিতে শেখ হাসিনা ও কাদেরের ফাঁসি সোমবার!</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2024/11/03/1442293" target="_blank"> </a></div> </div> <p>পরবর্তী কর্মসূচি ঘোষণা দিয়ে তিনি বলেন, আগামীকাল (সোমবার) দুপুর ২টায় টিএসসিতে আমরা আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ফ্যাসিবাদী দলের নেতাদের প্রতীকী ফাঁসি দেব। সেখানে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, মহাপরিচালক মুজিবুল হক চুন্নুসহ ফ্যাসিবাদী নেতাকর্মীদের প্রতীকী ফাঁসি দেওয়া হবে।</p>