<p>শেরপুর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।</p> <p>তিন সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হয়েছেন সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আলহাজ মো. হযরত আলী, যুগ্ম আহ্বায়ক হয়েছেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চৌধুরী এবং সদস্যসচিব হয়েছেন সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম।</p> <p>জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে সোমবার বিকেলে শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সুনামগঞ্জ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/04/1730726496-f1d6f95bcd2ddd8aa4cd05048a645f27.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সুনামগঞ্জ জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/11/04/1442713" target="_blank"> </a></div> </div> <p>জেলা বিএনপির কমিটি বিলুপ্ত এবং নতুন কমিটি গঠন নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলে আসছিল। তবে নতুন আহ্বায়ক কমিটিতে পুরনো কমিটির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল না থাকায় শহরবাসী ও দলের নেতাকর্মীদের মাঝে নানা গুঞ্জন শুরু হয়েছে।</p> <p>এদিন বিকেলে নবগঠিত কমিটির আহ্বায়ক আলহাজ মো. হযরত আলী শহরের মাধবপুরের নিজ বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন।  </p> <p>তিনি বলেন, ‘দেশনায়ক তারেক রহমান দলকে এগিয়ে নিতে আমাকে জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব দিয়েছেন। তার নির্দেশনায় আমি সবাইকে সঙ্গে নিয়ে শেরপুর জেলার উন্নয়নে ও দলকে সুসংগঠিত করতে কাজ করে যাব। সে জন্য আমি জাতির বিবেক সাংবাদিক সমাজের সহযোগিতা চাই।’ </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মৌলভীবাজার বিএনপির আহ্বায়ক কমিটি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/04/1730725822-add8b1be8c8523133a556c08f185e868.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মৌলভীবাজার বিএনপির আহ্বায়ক কমিটি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/04/1442707" target="_blank"> </a></div> </div> <p>আহ্বায়ক বলেন, ‘বিগত দিনে শেরপুরে বিএনপির রাজনৈতিক বিষয়ে পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই করে দেশনেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুলসহ অন্যান্য সিনিয়র নেতারা আমাকে দলের আহ্বায়ক করায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’</p>