<p>যুক্তরাজ্যভিত্তিক বাংলা স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল এস’-এর মতামতবিষয়ক অনুষ্ঠান ‘অভিমত’-এ গত ৫ আগস্ট সরকার পতনের পর প্রথমবার আনুষ্ঠানিক বক্তব্য দেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। অনুষ্ঠানে তিনি পুলিশের বিরুদ্ধে আক্রমণ, আত্মরক্ষার অধিকার এবং সরকারপক্ষের দায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।</p> <p>ড. হাছান মাহমুদ বলেন, জুলাই-আগস্ট মাসে পুলিশকে যখন আক্রমণ করা হয়, তখন কি পুলিশের আত্মরক্ষার অধিকার নেই? </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ভারতে পালানোর পর শেখ হাসিনার বিরুদ্ধে ২৩৭ মামলা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/05/1730800477-7a811b7bb3b60679ada4131ec1be5d7a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ভারতে পালানোর পর শেখ হাসিনার বিরুদ্ধে ২৩৭ মামলা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/05/1443024" target="_blank"> </a></div> </div> <p>তিনি আরো বলেন, ‘আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছোড়েনি, তা নয়; অবশ্যই ছুড়েছে। তবে এর জন্য পুলিশ বা সরকারপক্ষের দায় আমরা কখনো অস্বীকার করি না, এবং কখনোই করব না। দায়িত্বে থাকলে দায় নিতে হবে।’</p> <p>সাবেক মন্ত্রী উল্লেখ করেন, ‘শেখ হাসিনা সরকার ওই সময় একটি তদন্ত কমিটি গঠন করেছিল, এবং আমরা দায়িত্বশীলভাবে সেই তদন্তের ফল সঠিকভাবে উপস্থাপন করব।’ </p> <p>তিনি বলেন, ‘৫ আগস্টের আগে সরকারবিরোধী আন্দোলনে আমাদের বহু নেতাকর্মী নিহত হয়েছে। এখন আমরা সেই ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করছি এবং শিগগিরই তা জনসমক্ষে প্রকাশ করা হবে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শেখ হাসিনাকে কেন ভারতে ঠাঁই দেওয়া হলো, প্রশ্ন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/05/1730801620-ebb9b608351209a4fa0989afd9624516.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শেখ হাসিনাকে কেন ভারতে ঠাঁই দেওয়া হলো, প্রশ্ন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/05/1443029" target="_blank"> </a></div> </div> <p>এ সময় তিনি সরকারের বিরুদ্ধে আক্রমণ ও আন্দোলনরতদের সহিংসতা সম্পর্কে কঠোর মন্তব্য করেন এবং বলেন, ‘পুলিশের ওপর আক্রমণ ছিল অপ্রত্যাশিত, তবে এই পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ নিতেই হবে।’</p> <p>ড. হাছান মাহমুদ আরো বলেন, ‘বর্তমান সরকারের পদত্যাগের দাবি আদায়ের জন্য যারা সহিংস আন্দোলনে লিপ্ত, তারা দেশের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করছে এবং এর জন্য তাদের দায়ী থাকতে হবে।’</p> <p>সাবেক তথ্যমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, ‘বাংলাদেশের জনগণ জানে, আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়ন এবং স্থিতিশীলতার জন্য সর্বদা কাজ করে আসছে। তবে কোনো পরিস্থিতিতে অরাজকতা ও সহিংসতা সহ্য করা হবে না।’</p> <p>এ ছাড়া ড. হাছান মাহমুদ সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে আন্দোলনরত দলের নেতাদের উদ্দেশে বলেন, ‘যারা দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো যে ন্যায়বিচার এবং গণতন্ত্রের পক্ষে আছেন, তা কখনোই বদলে যাবে না।’</p>