<p>যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিজয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছে আওয়ামী লীগ। বুধবার (৬ নভেম্বর) দলটি তাদের ফেসবুক পেজে ট্রাম্পের জয়ের সংবাদ শেয়ার করে তাকে অভিনন্দন জানায়।</p> <p>ভেরিফায়েড ফেসবুক পেজে আওয়ামী লীগ লিখেছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ায় অভিনন্দন ডোনাল্ড ট্রাম্প! সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার নামে যুদ্ধ বন্ধ হোক। দেশে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের নামে অগণতান্ত্রিক শাসন বন্ধ হোক। ধর্মীয় উগ্রবাদীদের আস্ফালন বন্ধ হোক।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="খালেদ মুহিউদ্দীনের ওপর ক্ষোভ প্রকাশ হাসনাত-সারজিসের" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/06/1730892216-5f85fad43ba37e967d9793d5c2b3ff88.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>খালেদ মুহিউদ্দীনের ওপর ক্ষোভ প্রকাশ হাসনাত-সারজিসের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/06/1443475" target="_blank"> </a></div> </div> <p>ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে প্রত্যাবর্তন নিশ্চিত করছেন।</p> <p>গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। এর পর থেকে তার দল আওয়ামী লীগ তাদের বিভিন্ন নির্দেশনা ভেরিফায়েড ফেসবুক পেজে দিয়ে আসছে।</p>