<p>বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘তারেক রহমানের নেতৃত্বে আজ বাংলাদেশে গণতন্ত্র ও সার্বভৌমত্ব ফিরে এসেছে। দেশের সব সংকটকালের নেতৃত্বে জিয়া পরিবার। ৭ নভেম্বর দিয়েছেন জিয়াউর রহমান, ৯০-এর স্বৈরাচার আন্দোলনে খালেদা জিয়া ও এখন নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে জিয়া পরিবার সঙ্গে থেকেছে।’</p> <p>বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে নাটোরের শহরের কানাইখালী এলাকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‍্যালি শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।</p> <p>রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বাংলাদেশের মানুষের ভাতের অধিকার, ভোটের অধিকার, কথা বলার অধিকারের জন্য সাড়ে ১৫ বছর সংগ্রামের নেতৃত্ব দিয়েছে আমাদের প্রিয় নেতা তারেক রহমান। সেই দুর্যোগ মুহূর্তে দেশের মানুষের গণতন্ত্রের অধিকার ফেরানোর জন্য নেতৃত্ব দিয়েছেন। অসহায় মানুষকে নির্যাতন, হত্যা করেছে। তাদের পাশে থেকে সহযোগিতা করেছেন তারেক রহমান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে এ দেশের মানুষকে সঙ্গে নিয়ে হাসিনার পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। ফলে দেশে আজ সার্বভৌমত্ব ও স্বাধীনতা ফিরে এসেছে।</p> <p>দুলু আরো বলেন, দীর্ঘ ১৭ বছরে আন্দোলন-সংগ্রামে আমরা অনেক ভাইদের হারিয়েছি। আমার পাশে এসব সিনিয়র নেতাদের হত্যার উদ্দেশ্যে কোপানো হয়েছে, তাদের নির্যাতন করা হয়েছে। বনপাড়ায় আমাদের উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নুর বাবু, নাটোরের সুজন, রাকিব, রায়হানসহ আমাদের অনেক নেতাকর্মী নিহত হয়েছেন। সব সময় জিয়া পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে।</p> <p>সমাবেশে নাটোর জেলা বিএনপির আহবায়ক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে বক্তব্যে রাখেন- জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন। আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপি নেতা ও সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন,কাজী শাহ আলম, জেলা স্বেচ্ছাসবক দলের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ রনি, ছাত্রদল সভাপতি কামরুল ইসলাসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।<br />  </p>