<p>ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি মুহাম্মদ নেছার উদ্দিন বলেছেন, ‘৫ আগস্টের আন্দোলনের মাধ্যমে আমরা যে স্বৈরাচারকে হটালাম। সেই স্বৈরাচারের বিকল্প রূপ যেন আমাদের সামনে হাজির হয়েছে। আগের মতো দখলদারি, চাঁদাবাজি শুরু হয়েছে। নিরীহ মানুষের প্রতি জুলুম-নির্যাতন চালাতে একটি পক্ষ মরিয়া হয়ে উঠেছে। আমরা এসব অপকর্মের প্রতিরোধ গড়ার চেষ্টা করছি।’</p> <p>শুক্রবার (৮ নভেম্বর) লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে ইসলামী যুব আন্দোলনের ইউনিয়ন ও ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুব আন্দোলনের জেলা শাখার ব্যানারে এ আয়োজন করা হয়। </p> <p>নেছার উদ্দিন বলেন, ‘জুলুম-নির্যাতনকারী অপশক্তি মাথাচাড়া দেওয়ার সুযোগ ও সাহস পেত না। যদি আমাদের আরো বেশি শক্তি থাকত। সুতরাং ইসলামী আন্দোলন রাজনীতিকভাবে আজকে যে অবস্থানে দাঁড়িয়ে আছে। এ অবস্থান থেকে উত্তরোত্তর উন্নতি করে রাজনীতির প্রথম স্থানে পৌঁছানোর টার্গেট নিতে হবে।’ </p> <p>ইসলামী যুব আন্দোলনের সর্বস্তরের দায়িত্বশীলদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নিজের ঘরকে মজবুত করুন। শক্তিকে সমীহ করেন সবাই। শক্তি না থাকলে কেউ তাকে গণনা করতে চায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি এমন শক্তি অর্জন করতে পারে, সবার সমৃদ্ধ প্রচেষ্টায় প্রথম স্থানে অবস্থান নিতে পারে। তবে অপরাধীরা আমাদের সমীহ করবে, ভয় করবে। তাহলে যে অন্যায়-অপরাধ আমরা প্রতিরোধ করতে চাই। সেই কাজ আমাদের জন্য সহজ হয়ে যাবে। এ জন্য সংগঠনকে মজবুত করতে জনবল বৃদ্ধির কোনো বিকল্প নেই।’</p> <p>ইসলামী যুব আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ মোখলেছুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুফতি এ কে এম আবদুস জাহের আরেফী। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি অনারারি ক্যাপ্টেন (অব.) মুহাম্মদ ইব্রাহিম।</p>