<p>বিতর্কিত উপদেষ্টাদের প্রত্যাহারে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও চরমোনাই পীর সাহেব মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। শনিবার (১৬ নভেম্বর) মাদারীপুরের শিবচরের নন্দকুমার ইনস্টিটিউটের মাঠে সংগঠনটির গণসমাবেশ প্রধান অতিথির বক্তব্য এই হুমকি দেন তিনি।</p> <p>হুঁশিয়ারি দিয়ে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বাংলাদেশের মাটি ও মানুষের চিন্তাকে লালন করেন না, তারা ভিনদেশি চিন্তা লালন করেন। </p> <p>তিনি আরো বলেন, ৫ আগস্টের পর ক্ষমতা পরিবর্তন হয়েছে। তবে দেশে শান্তি ফিরে আসে নাই। অপরাধ, অনিয়ম, দুর্নীতি প্রতিরোধ হয়নি। এ ছাড়া তার দাবি, আগামী জাতীয় সংসদে নির্বাচন, পিআর সিস্টেমে (সংখ্যানুপাতিক হারে) পদ্ধতিতে নির্বাচন দিতে হবে।</p> <p>ইসলামী আন্দোলন বাংলাদেশের শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জেলা উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা।</p>