<p>পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, ‘কোনো চিহ্নিত আওয়ামী লীগার দিয়ে দল ভারী করা যাবে না। স্বৈরাচার সরকার ১৬ বছর নিষ্ঠুর শাসন কায়েম করেছিল। মানুষের কোনো ভোটাধিকার ছিল না। তারা দেশকে ফ্যাসিবাদের চূড়ান্ত সীমায় নিয়ে গিয়েছিল। ৫ আগস্ট দেশে ছাত্র-জনতার একটি সফল গণ-অভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতন হয়। স্বৈরাচারপ্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। আমরা তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করানোর আহ্বান জানাচ্ছি।’</p> <p>মঙ্গলবার (১৯ নভেম্বর) ময়মনসিংহের ভালুকা উপজেলার ভারাডোবা, ভালুকা বাসস্ট্যান্ড ও উপজেলার মল্লিকবাড়ি বাজারে লিফলেট বিতরণ উপলক্ষে অনুষ্ঠিত পথসভায় এসব কথা বলেন তিনি। </p> <p>পথ সভায় উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ৫ আগস্টের আগে বিভিন্ন ইউনিটে হয়তো ৫০ জন নেতাকর্মী জড়ো হয়ে মিছিল করতেন। পটপরিবর্তনের পর সেখানে আজ পাঁচশত হয়ে গেছে। মনে রাখতে হবে, কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ঠগবাজ, স্বৈরাচারের উচ্ছিষ্টভোগী দালাল, দুর্বৃত্ত যাতে দলে ঢুকতে না পারে। আর কোনো ত্যাগী নেতাকর্মী যাতে দল থেকে ছিটকে না যায়। নতুন মুখের জোয়ারে তারা যেন হারিয়ে না যায়।</p> <p>উপজেলা যুবদল সভাপতি তারেক উল্যাহ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই পথসভায় বক্তব্য দেন জেলা দক্ষিণ যুবদল সভাপতি রুকুনুজ্জামান সরকার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম রাজু। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন আহাম্মেদ, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ হাতেম খান ওই সময় উপস্থিত ছিলেন।</p>