<p>বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বলেন, ‘আমাদের-আপনাদের কথা শোনার অপেক্ষায় মানুষ নেই। মানুষ অপেক্ষায় আছে ভোট দেওয়ার। মানুষ সংস্কার কম বোঝে। তারা বোঝে জিনিসপত্রের দাম বেশি।’</p> <p>শনিবার (২৩ নভেম্বর) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী শহীদ আবুল কাশেম কলেজ মাঠে চলমান শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। </p> <p>তিনি বলেন, মানুষ চিৎকার দেয়, মাদকমুক্ত দেশ কবে হবে, সন্ত্রাসমুক্ত দেশ কবে হবে। মানুষ এত বড় বড় সংস্কার কম বোঝে, কারণ সে সংস্কারের মধ্যে তাদের অভাব মেটে না। সংস্কার তাদের জন্য দরকার, যারা দেশ পরিচালনা করে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সংস্কারের আগে নির্বাচন কমিশন গঠন নিয়ে যেসব প্রশ্ন রয়ে গেল" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/23/1732359000-e0da419712736c80dd38024d8dfeca6c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সংস্কারের আগে নির্বাচন কমিশন গঠন নিয়ে যেসব প্রশ্ন রয়ে গেল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/23/1449765" target="_blank"> </a></div> </div> <p>অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে ‘এই পথ যদি শেষ না হয়’ গানের লাইন উল্লেখ করে তিনি বলেন, ‘এই পথ চলা যদি শেষ না হয় তবে কেমন হবে-আপনিই ভাবুন, আপনিই বলুন, আপনিই উত্তর দিন’।  </p> <p>গয়েশ্বর রায় বলেন, ‘দীর্ঘ ১৬ বছর ধরে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করার জন্য রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছে তারা ভাগ্যবান যে তাদের দেশের এই দুরবস্থা দেখতে হয়নি। আমরা বেঁচে থেকে দেখছি, প্রতিবাদ করছি, রক্ত ঝরছে।’ </p> <p>তিনি বলেন, ‘আমাদের আন্দোলন-সংগ্রাম শেষ হয়নি। আমরা ফ্যাসিবাদমুক্ত হয়েছি। গণতন্ত্র কিন্তু এখনও আমাদের হাতের নাগালে না। সম্ভাবনা কতটুকু তা বলতে চাই না।’</p> <p>এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সংস্কার করে দ্রুত নির্বাচন দিন : আবদুল্লাহ মোহাম্মদ তাহের" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/09/1731150683-95d2eecf0b37ebea12adc51873c0dd07.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সংস্কার করে দ্রুত নির্বাচন দিন : আবদুল্লাহ মোহাম্মদ তাহের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/09/1444609" target="_blank"> </a></div> </div> <p>গত ১২ নভেম্বর শুরু হয় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। এতে রংপুর বিভাগের আট জেলার বিএনপির ১০টি দল অংশ নেয়। </p>