<p>বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য সংগীতশিল্পী বেবী নাজনীন বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় শুধু বিএনপি নয়, স্বৈরশাসকের বিরুদ্ধে যারাই কথা বলেছে তারাই নির্যাতিত হয়েছে। সারা দেশ পরিণত হয়েছিল আওয়ামী লীগের অত্যাচারের রাজত্ব।</p> <p>শনিবার (৩০ নভেম্বর) সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিতে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।</p> <p>বেবী নাজনীন আরো বলেন, বেগম খালেদা জিয়াকে অবৈধভাবে জেলে বন্দি করে রেখেছিল আওয়ামী লীগ। তার পরও তিনি আপস করেননি। </p> <p>সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ছাত্র-জনতার গণ-আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদ, মুগ্ধ, সাজ্জাদসহ শত শত বীরের কারণে আজ আমরা মুক্ত। আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পরও আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তাদের সেই ষড়যন্ত্র মোকাবেলা করে নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। এ লক্ষ্যকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা কাজ করছি। আগামীর বাংলাদেশ হবে সুন্দর এবং বৈষম্যহীন। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ হবে স্বনির্ভর। এ জন্য আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’</p> <p>তিনি আরো বলেন, ‘বিএনপির রাজনীতি করি বলে আওয়ামী লীগের রোষানলে পড়ে দীর্ঘদিন দেশের বাইরে থাকতে বাধ্য হয়েছি।’ </p> <p>বেবী নাজনীন বলেন, ‘নির্বাচনে মনোনয়ন নিয়ে এখন পর্যন্ত ভাবছি না। দলীয় সিদ্ধান্ত হলেই সব পরিষ্কার হবে। এখন আমাদের একটাই কাজ, আর তা হলো তারেক রহমানের নির্দেশনা ও পরিকল্পনায় দলকে সুসংগঠিত করা।’ </p> <p>তিনি বলেন, ‘সৈয়দপুর হচ্ছে আমার জন্মস্থান। দেশের বাইরে থাকায় সৈয়দপুরে আসতে পারিনি। এখন এসেছি, তাই আমার এলাকাসহ কিশোরগঞ্জের মানুষের পাশে থাকতে চাই।’</p> <p>বেবী নাজনীন ছাত্র-জনতার আন্দোলনে নিহত সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর পাঠানপাড়ায় শহীদ সাজ্জাদ হোসেনের বাড়িতে যান। সেখানে সাজ্জাদের পিতা মাওলানা আলমগীর হোসেনসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। </p> <p>তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে এ সময় তিনি বলেন, ‘শহীদ সাজ্জাদরা আমাদের অহংকার। স্বৈরশাসক আওয়ামী লীগের হাত থেকে দেশবাসীকে রক্ষায় তাদের আত্মত্যাগ ইতিহাসের খাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের সম্মান জানিয়ে তাদের দেখিয়ে দেওয়া পথে আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে হবে।’</p> <p>এ সময় অন্যদের মধ্যে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সামসুল আলম, হাফিজ খান, সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, অর্থ সম্পাদক আবিদ হোসেন লাড্ডান, জেলা যুবদলের আহ্বায়ক তারিক আজিজ, সদস্যসচিব পারভেজ আলম গুড্ডু, পৌর যুবদল নেতা সালাম রেজা, দেলোয়ার হোসেন, মহিলা দল নেত্রী ও সাবেক কাউন্সিলর সাবিয়া বেগম, বিএনপি নেতা লক্ষ্মণপুর স্কুল ও কলেজের অধ্যক্ষ রেজাউল করিম রেজা, বিএনপি নেতা আলমগীর হোসেনসহ বিএনপি ছাড়াও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।</p> <p>বেবী নাজনীন তার দাদা-দাদিসহ আত্মীয়-স্বজনের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়ায় অংশ নেন। পরে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীনের শহরের পুরাতন বাবুপাড়ার বাসভবনে যান তিনি। সেখানে তিনি অসুস্থ শাহীন আকতার শাহীনের সঙ্গে কথা বলেন এবং শারীরিক অবস্থার খোঁজ খবর নেন বেবি নাজনীন।</p> <p>বিকেলে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি আয়োজিত বহুদলীয় গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় এবং সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতায় কোরআন তিলওয়াত ও দোয়া মাহফিলে অংশ নেন বেবী নাজনীন।</p> <p>শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে বিএনপির কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ মো. আব্দুল গফুর সরকার। অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, তাঁতী দল, শ্রমিক দল, শহীদ জিয়া পরিষদ, জিয়া মঞ্চ, জাসাসের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।</p> <p>এর আগে বেবী নাজনীন বিমানযোগে ঢাকা থেকে বিমানবন্দরে এসে পৌঁছলে দলের নেতাকর্মী, সমর্থকরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তিনি সবার সঙ্গে কুশলাদি বিনিময় শেষে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নিহত শহীদ সাজ্জাদ হোসেনের বাড়িতে গিয়ে তার মা-বাবাসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি।</p>