<p>আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় কাউন্সিলের দিন যতই ঘনিয়ে আসছে, দলের আভ্যন্তরীণ নির্বাচন ততই জমে উঠছে। ঘোষিত তফসিল অনুযায়ী গতকাল বৃহস্পতিবার ছিল চেয়ারম্যান পদে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন।</p> <p>এদিন চেয়ারম্যান পদের প্রার্থীতা থেকে দুইজন সরে দাঁড়িয়েছেন। তারা হচ্ছেন, দলের বর্তমান আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার ও যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="তুরাগের দুই তীরে সাদ ও জুবায়েরপন্থীদের পাল্টাপাল্টি অবস্থান" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/13/1734074628-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>তুরাগের দুই তীরে সাদ ও জুবায়েরপন্থীদের পাল্টাপাল্টি অবস্থান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/13/1457024" target="_blank"> </a></div> </div> <p>আগামী ২৮ ডিসেম্বর দলের কেন্দ্রীয় কাউন্সিল এবং সেদিনই দলের নতুন চেয়ারম্যান, সেক্রেটারি ও ২১ জন নির্বাহী কাউন্সিল সদস্য পদে নির্বাচিতদের নাম ঘোষণা করার কথা রয়েছে। নির্বাচন পরিচালনার জন্য গঠিত কমিশনের প্রধান অধ্যাপক একেএম ওয়ারেসুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় দলের চেয়ারম্যান পদের জন্য যাচাই বাছাই ও প্রত্যাহার শেষে এখন প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনজন প্রার্থী। </p> <p>তারা হলেন, দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী, দলের যুগ্ম আহ্বায়ক লে. কর্ণেল (অব.) দিদারুল আলম ও দলের সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু। দলের নির্বাহী পরিষদের ২১ সদস্য পদের জন্য চুড়ান্ত প্রার্থী হলেন ৬০ জন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দুই ব্যাংক কর্মচারীকে মাইক্রোবাসে তুলে ২৮ লাখ টাকা ছিনতাই" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/13/1734073949-c759316cce42f93adc4be58f611c536f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দুই ব্যাংক কর্মচারীকে মাইক্রোবাসে তুলে ২৮ লাখ টাকা ছিনতাই</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/13/1457022" target="_blank"> </a></div> </div> <p><br />  <br /> উল্লেখ্য, আজ থেকে শুরু হবে প্রার্থীদের প্রচার প্রচারণা। ইতিমধ্যে প্রার্থী ও দলের নানা স্তরের কাউন্সিলরদের আনা-গোনায় বিজয় নগরে দলের কেন্দ্রীয় কার্যালয় বেশ সরগরম হয়ে উঠেছে। অনলাইনে চলছে পোস্টার দিয়ে প্রচারণা। কেউ কেউ দল পরিচালনায় নিজস্ব দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকারের কথাও বলছেন। নির্বাচনকে প্রানবন্ত ও গণতান্ত্রিক ধারা শক্তিশালী করার জন্য নির্বাচন কমিশন প্রার্থীদের মধ্যে অনলাইন ডিবেটের আয়োজন করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।</p>