<p style="text-align:justify">একটি বিশেষ রাজনৈতিক দল বাংলাদেশে ভারতের অ্যাজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছিল। কিন্তু সেটি সফল হয়নি। বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের প্রতিবিপ্লব করার ক্ষমতা কিংবা সক্ষমতা কোনোটিই নেই বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="খুব দ্রুত নির্বাচনের ব্যবস্থা হবে, আশা ফখরুলের" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/14/1734157018-18e2999891374a475d0687ca9f989d83.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>খুব দ্রুত নির্বাচনের ব্যবস্থা হবে, আশা ফখরুলের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/12/14/1457328" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">তিনি বলেন, ষড়যন্ত্র প্রতিরোধে সরকার কাজ করছে। আমরা সরকারের সফলতা কামনা করি। তবে যত তাড়াতাড়ি নির্বাচিত ও জনপ্রতিনিধির সরকার হবে, তত তাড়াতাড়ি ষড়যন্ত্র কমে যাবে। আজ শনিবার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কবি হেলাল হাফিজের প্রথম জানাজা সম্পন্ন" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/14/1734156713-a79b87560c690c036917408dc5665ed9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কবি হেলাল হাফিজের প্রথম জানাজা সম্পন্ন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/12/14/1457326" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে খোকন আরো বলেন, দীর্ঘ ৯ মাস মহান মুক্তিযুদ্ধের পর দেশ স্বাধীন হয়েছে। এতে লাখ লাখ মানুষ নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। পাকিস্তানি হানাদার বাহিনী শেষ পর্যায়ে এসে পরাজয় নিশ্চিত জেনে দেশের বুদ্ধিজীবীকে হত্যা করেছে। সে জন্য আমরা জাতীয়ভাবে বুদ্ধিজীবী দিবস পালন করছি। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিজয়ের আনন্দকে মলিন করেছিল একাত্তরের যে ঘটনা" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/14/1734155757-f91e8a4c0f4bf7371ed79295894e74e0.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিজয়ের আনন্দকে মলিন করেছিল একাত্তরের যে ঘটনা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/14/1457324" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">কিন্তু যাদের ত্যাগ ও প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, তাদের কথা আমরা অধিকাংশই মনে রাখিনি। তারা কী কারণে দেশের স্বাধীনতা চেয়েছেন, কী কারণে মুক্তিযুদ্ধ করেছেন আর কেনই বা নিজেদের জীবন দিয়েছেন, সেগুলো ভুলতে বসেছি। তারা জীবন উৎসর্গ করেছিলেন অর্থনৈতিক বৈষম্য, রাজনৈতিক বৈষম্য, গণতন্ত্র ও মানবাধিকারের বৈষম্য কমাতে। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="১৮০ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আসল বাংলাবান্ধা দিয়ে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/14/1734154195-a9ef970a5cc964fe0a5665221bdecef9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>১৮০ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ এলো বাংলাবান্ধা দিয়ে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/14/1457321" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">তবে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত শহীদদের সেই চিন্তা-চেতনার স্বপ্ন কল্পনাতেই রয়ে গেল। আমরা মনে করি, শহীদদের স্বপ্ন বাস্তবায়নে আজকের এই দিনে সব রাজনৈতিক কর্মীদের শপথ নেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।</p>