<p style="text-align:justify">বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হলেও দেশে এখনো নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারায় লিপ্ত রয়েছে পরাজিত শক্তির দোসররা। তারা গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে।’</p> <p style="text-align:justify">আজ মঙ্গলবার এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। যশোরের চৌগাছা উপজেলার ১০ নম্বর নারায়ণপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. আবুল হোসেন ও তার তিন ছেলেকে প্রকাশ্যে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার প্রতিবাদে দেওয়া বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন।</p> <p style="text-align:justify">বিএনপি মহাসচিব বলেন, ‘ষড়যন্ত্রকারীরা ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়কে কোনোভাবেই মেনে নিতে পারছে না। বর্তমান ফ্যাসিবাদমুক্ত পরিস্থিতিতে দেশব্যাপী খুন-খারাবির মতো পৈশাচিক ও লোমহর্ষক খেলায় মাতোয়ারা হয়ে উঠেছে তারা। আওয়ামী ফ্যাসিস্ট শাসকগোষ্ঠীর পশুর চেয়েও হিংস্রতা ও ভয়াবহ দুঃশাসন থেকে জনগণ নিস্তার পেলেও দেশ এখনো পুরোপুরি নিরাপদ নয়।’</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘খুন-খারাবির মাধ্যমে ঘাপটিমারা আওয়ামী দুষ্কৃতকারীরা দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে। আর এ কারণেই জনগণসহ বিরোধী দলের নেতাকর্মী এবং তাদের পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়ে তাদেরকে পৈশাচিক কায়দায় হত্যা ও গুরুতর আহত করা হচ্ছে।’</p> <p style="text-align:justify">তিনি আরো বলেন, ‘এসব সন্ত্রাসীকে কঠোর হস্তে দমন করতে হবে। এর কোনো বিকল্প নেই। সন্ত্রাসীদের দমনে অন্তর্বর্তীকালীন সরকারকে কঠোর পন্থা অবলম্বন করতে হবে। নইলে সন্ত্রাসীদের দাপটে দেশ আবারও অস্থিতিশীল হয়ে পড়বে। তাই হামলা ও রক্তাক্ত পথ অনুসরণ করে ষড়যন্ত্রকারীরা যাতে ফায়দা লুটতে না পারে সে জন্য দল-মত-নির্বিশেষে সবাইকে সজাগ থাকতে হবে। আর তাহলেই দেশে প্রকৃত গণতন্ত্র, সুশাসন ও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে।’</p> <p style="text-align:justify">বিবৃতিতে যশোরের চৌগাছায় কৃষক দল নেতা মো. আবুল হোসেন ও তার তিন ছেলেকে প্রকাশ্যে গুরুতর আহত হওয়ার ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগীদের সুস্থতাও কামনা করেন মির্জা ফখরুল।</p> <p style="text-align:justify">আরেক বিবৃতিতে জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এ ঘটনার নিন্দা জানিয়েছেন।</p>