<p style="text-align:justify">বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছে খেলাফত মজলিসের একটি প্রতিনিধিদল।</p> <p style="text-align:justify">বুধবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।</p> <p style="text-align:justify">শায়রুল কবির জানান, ২৮ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন হবে। সেই অধিবেশনে আমন্ত্রণ জানানোর জন্য খেলাফত মজলিসের প্রতিনিধিদল গুলশানে এসেছিল।</p> <p style="text-align:justify">এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ধর্মীয় মূল্যবোধ রক্ষা করা সকলের দায়িত্ব।’ খেলাফত মজলিস ইসলামী মূল্যবোধকে রক্ষা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল।</p> <p style="text-align:justify">খেলাফত মজলিসের ১২ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদের।</p>