<p style="text-align:justify">আগামী দিনের ক্ষমতা জনগণের জবাবদিহির হতে হবে বলে মন্তব্য করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ৫৩ বছরে বাংলাদেশের অনেক উন্নতি হয়েছে, কিন্তু দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি। যদি ক্ষমতার জবাবদিহি থাকে তাহলেই আইনের সুশাসন প্রতিষ্ঠা পাবে।</p> <p style="text-align:justify">তিনি বলেন, ক্ষমতা এত দিন চলেছে ফ্যাসিবাদী কায়দায়, এটাকে পরিবর্তন করতে হবে।</p> <p style="text-align:justify">শনিবার (৪ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের অডিটরিয়ামে ‘নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে’ শীর্ষক গণসংলাপে জোনায়েদ সাকি এসব কথা বলেন। সংলাপের আয়োজন করে গণসংহতি আন্দোলন ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ।</p> <p style="text-align:justify">গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন, ‘সংবিধানসহ মৌলিক কাঠামোগত পরিবর্তন সম্পূর্ণ ও চূড়ান্ত করতে হলে নির্বাচন লাগবে। আগামী সংসদে কী কী মৌলিক পরিবর্তন হবে, সেগুলো আমাদের আলোচনা করতে হবে।’</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘আগামী নির্বাচন হবে নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত তৈরির নির্বাচন। কাজেই সেই নির্বাচনের জন্য সংস্কার হতে হবে। সংস্কার সভা তৈরির জন্য আমাদের সবাইকে ঐক্য তৈরি করতে হবে। আমরা দেশের জনগণকে নিজেদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানাই।’</p> <p style="text-align:justify">জোনায়েদ সাকি আরো বলেন, ‘অভ্যুত্থানে আহত যোদ্ধাদের অবিলম্বে চিকিৎসা নিশ্চিত করতে হবে, সরকারকে শহীদ পরিবারের দায়িত্ব নিতে হবে ও শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে। একই সঙ্গে বলব, মানুষ দ্রব্যমূল্যে নাকাল। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে হবে। মানুষের জীবনের নিরাপত্তা নানাভাবে ব্যাহত হচ্ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির নানাভাবে অবনতি হচ্ছে। কোনো আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী মানুষের নিরাপত্তা দিতে পারছে না, সেই জবাবদিহির ব্যবস্থা করতে হবে।’</p>