<p style="text-align:justify">বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সরকার প্রতিদিন বাক্স খুলছে, যা আর বন্ধ করতে পারছে না। সরকার সব কিছু ছড়িয়ে ফেলছে, কিন্তু গুছিয়ে আনতে পারছে না।</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘সফল হতে চাইলে সরকারকে তার এজেন্ডা কমিয়ে এনে কাজের তালিকা নির্দিষ্ট করা প্রয়োজন।’</p> <p style="text-align:justify">আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচায় পার্টির অফিসে ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটির কাউন্সিল অধিবেশনে তিনি এসব কথা বলেন।</p> <p style="text-align:justify">শ্রমিক নেতা অরবিন্দু বেপারী বিন্দুর সভাপতিত্বে কাউন্সিলে আরো বক্তব্য দেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, শিল্পাঞ্চলের সংগঠক সুমন মিয়া, শাহজাহান আলী, মোহাইমিনুল হক, পবিত্র এদবর, মো. লিটন মণ্ডল, মামুনুর রহমান রজব, শাখিলা আকতার শান্তা, রেজাউল ইসলাম আশরাফুল ইসলাম প্রমুখ।</p> <p style="text-align:justify">এ সময় সাইফুল হক বলেন, ‘দেশ কেমন চলছে সচিবালয়ের দিকে তাকালেই তা খানিকটা বোঝা যায়। সচিবালয়ে রাষ্ট্রের বিভিন্ন ক্যাডারের মধ্যে যে অস্থিতিশীলতা চলছে তা ভালো লক্ষণ নয়। এভাবে চলতে থাকলে সরকারের স্থিতিশীলতাও ঝুঁকির মধ্যে পড়তে পারে।’</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক দল ও জনগণের নজিরবিহীন সমর্থন থাকা সত্বেও সরকারের ওপর মানুষের আস্থা ও ভরসায় চিড় ধরছে। মনে হয় সরকারও রাজনৈতিক দলকে কিছুটা এড়িয়ে চলছে। দেশের গণতান্ত্রিক উত্তরণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের এই দূরত্ব কমিয়ে আনা দরকার।’</p> <p style="text-align:justify">জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগকে স্বাগত জানিয়ে সাইফুল হক বলেন, ‘দ্রুত সংস্কারের ব্যাপারে বোঝাপড়া তৈরি করে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট পথনকশা ঘোষণা করা দরকার। কারণ অনির্বাচিত সরকার অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকতে চাইলে বহু ধরনের ঝুঁকি তৈরি হয়।’</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘সরকার অনেকগুলো কমিশন গঠন করলেও এখন পর্যন্ত বাজার সংস্কারের জন্য কোনো কমিশন গঠন করা হয়নি। অনতিবিলম্বে বাজার সংস্কার কমিশন গঠন করতে হবে।’ তিনি শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি কমিশন গঠন এবং রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান।</p> <p style="text-align:justify">কাউন্সিল অধিবেশনে অরবিন্দু বেপারী বিন্দুকে সভাপতি ও মোহাম্মদ শাহজাহানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৫ সদস্যবিশিষ্ট ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটি গঠন করা হয়।</p>