<p>বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) জেলা ছাত্রদলের উদ্যোগে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।</p> <p>আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এর আগে বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর উদ্যান থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। এতে ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন।  </p> <p>দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না বলে টুকু বলেন, ‘নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত ছাত্রদল বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় অতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী শাহাদাতবরণ করেছেন। আর আন্দোলনের মূল দায়িত্ব পালন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছাত্রদল সব ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এ জন্য নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।’</p> <p>জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলি, জেলা যুবদলের সাবেক সভাপতি খন্দকার আহমেদুল শাতিল ও শফিকুর রহমান লিটন, জেলা যুবদলের আহবায়ক রাশেদুল ইসলাম রাশেদ, সদস্যসচিব তৌহিদুল ইসলাম বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি তরিকুল ইসলাম ঝলক, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক মনির ও জেলা ছাত্রদলের সদস্যসচিব এম এ বাতেন প্রমুখ।</p>