<p style="text-align:justify">ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের জন্য সংগঠনটির গঠনতন্ত্র সংস্কার নিয়ে ঐকমত্যে পৌঁছেছে ছাত্রসংগঠনগুলো। ডাকসুর সভাপতি পদে উপাচার্যের একচ্ছত্র ক্ষমতা বাতিলসহ বিভিন্ন বিষয়ে সংস্কারের কথা বলা হয়েছে। তবে ছাত্রসংসদ নির্বাচন কখন হবে তা নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি তারা। অতি দ্রুত ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার কথা বলছে ছাত্রসংগঠনগুলো।</p> <p style="text-align:justify">ডাকসুর গঠনতন্ত্র সংস্কারে এরই মধ্যে সাত সদস্যের একটি সংস্কার কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ১ জানুয়ারি এই কমিটির প্রথম সভাও অনুষ্ঠিত হয়। সেখানে গঠনতন্ত্র সংস্কারে ছাত্রসংগঠন ও শিক্ষার্থীদের থেকে মতামত নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী গঠনতন্ত্র সংস্কারের প্রস্তাব প্রেরণের জন্য ২ জানুয়ারি ২২টি সংগঠনের কাছে চিঠি দেওয়া হয়।</p> <p style="text-align:justify">আগামী ৮ জানুয়ারি পর্যন্ত এই মতামত গ্রহণ প্রক্রিয়া চলবে প্রশাসনের। ছাত্রসংগঠনগুলোর নেতাদের সঙ্গে কথা বললে সবাই গঠনতন্ত্র সংস্কারের কথা বলেন। গঠনতন্ত্র সংস্কারসহ ডাকসুর পূর্ণাঙ্গ একটি রোডম্যাপ অতি দ্রুত ঘোষণার দাবিও করেন তাঁরা। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ডাকসু নির্বাচনের আগে ছাত্রলীগের নির্যাতনকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণের কথা বলে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বুধবার থেকে রাতে শীত আরো বাড়বে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/06/1736141928-a0eac09f4caaef352b67d76d29f39368.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বুধবার থেকে রাতে শীত আরো বাড়বে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/06/1465563" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">তবে ছাত্রদল ডাকসু নির্বাচনের রোডম্যাপ বা নির্বাচনের জন্য এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেয়নি। এ বিষয়ে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ছাত্রদল অবশ্যই ডাকসু নির্বাচন চায়। তবে তা অবশ্যই হতে হবে সব অংশীজনের মতামত নিয়ে সুষ্ঠু ও সুন্দর প্রক্রিয়ায় ডাকসু গঠনতন্ত্র ও নির্বাচনপ্রক্রিয়ার উপযুক্ত সংস্কারের মাধ্যমে আধুনিক, গণতান্ত্রিক ও কার্যকরী রূপে পরিবর্তনের পর।</p> <p style="text-align:justify">গত ৪ ডিসেম্বর কয়েকটি ছাত্রসংগঠনের সঙ্গে এক বৈঠক শেষে জানুয়ারির শেষ দিকে বা ফেব্রুয়ারির প্রথম দিকে ছাত্রসংসদ নির্বাচনের দাবি জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের সেই দাবির সঙ্গে একাত্মতা জানায় ছাত্রশিবির। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল কাদের বলেন, ‘আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই ডাকসু নির্বাচন চাই।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="১০১ থানা নির্মাণ প্রকল্পে নিম্নমানের কাজ, এখনো হয়নি অডিট" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/06/1736141817-630e359746e62856c795897491627719.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>১০১ থানা নির্মাণ প্রকল্পে নিম্নমানের কাজ, এখনো হয়নি অডিট</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2025/01/06/1465561" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">ঢাবি ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ বলেন, গঠনতন্ত্রে উপাচার্যের একচ্ছত্র ক্ষমতাকে সীমিতকরণ করে ক্ষমতার ভারসাম্যের মধ্যে নিয়ে আসা দরকার। ডাকসুর সভাপতির যদি এত ক্ষমতা থাকে তাহলে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত হয় না। তারপর ছাত্রীবিষয়ক পদ রাখা, ভোট কোথায় হবে সেই বিষয়ে, ছাত্রসংগঠনগুলোর মধ্যে প্যানেল হবে কি না এসব বিষয়ে আমাদের কিছু প্রস্তাবনা আছে। সংস্কারগুলো দ্রুত সময়ের মধ্যে করেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্বাচন আয়োজন করা দরকার।’</p> <p style="text-align:justify">এই সময়ের মধ্যে নির্বাচনের কথা বলে ইনকিলাব মঞ্চও। ইনকিলাব মঞ্চের ঢাবি শাখার আহ্বায়ক মো. সাইদ হাসান বলেন, ‘প্রয়োজনীয় সংস্কার করতে হবে এবং সেটা দুই থেকে তিন সপ্তাহের মধ্যে হতে হবে। জানুয়ারিতে ডাকসু নির্বাচন রোডম্যাপ এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন দিতে হবে।</p> <p style="text-align:justify">বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাবি শাখার সভাপতি নূজিয়া হাসিন রাশা বলেন, সর্বশেষ ২০১৯ সালে ডাকসুর গঠনতন্ত্র সংশোধন হয়েছিল। সেই গঠনতন্ত্রেও অনেক ধরনের ফ্যাসিবাদী ও অগণতান্ত্রিক উপাদান রয়ে গেছে। অতি দ্রুত ডাকসুর গঠনতন্ত্র সংস্কার করে ডাকসুর যে নির্বাচনের রোডম্যাপ সেটি প্রশাসনের ঘোষণা করতে হবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="আরিচা-কাজিরহাট নৌরুটে ৩ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/01/06/1736141587-d99119ca42e35bfa7fbc7fba9ab1d88a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>আরিচা-কাজিরহাট নৌরুটে ৩ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2025/01/06/1465558" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাবি শাখার আহ্বায়ক আরমানুল হক বলেন, ‘আমরা ডাকসু গঠনতন্ত্রের গণতান্ত্রিক সংস্কারের জন্য প্রশাসনকে প্রস্তাব দিয়ে আসছি। ডাকসুর সভাপতি একজন শিক্ষক, যা ছাত্রসংসদের জ্ঞানতাত্ত্বিক জায়গা থেকে সাংঘর্ষিক। আমরা মনে করি ডাকসু নির্বাচন অতি দ্রুত আয়োজন করা এবং প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করা জরুরি।’</p> <p style="text-align:justify">সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাবি শাখার সভাপতি সাদেকুল ইসলাম সাদিক বলেন, ‘আমরা মনে করি প্রয়োজনীয় সংস্কার করে ডাকসু নির্বাচন হওয়া দরকার। এটা না হলে প্রশাসনিক ফ্যাসিবাদ তৈরি হবে।’</p> <p style="text-align:justify">ডাকসুর গঠনতন্ত্র সংশোধন বা পরিমার্জন কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘মতামত ও প্রস্তাবনা গ্রহণ শেষে আমরা সেসব কম্পাইল করব। এর মধ্যে আবার ছাত্রসংগঠনগুলোর সঙ্গেও বসব। খুব দ্রুত সময়ের মধ্যে আশা করি জানুয়ারির ১৫ তারিখ বা এর আশপাশে আমরা একটি প্রতিবেদন দিতে পারব।’</p>