<p style="text-align:justify">বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নন্দিত চলচ্চিত্র অভিনেতা ও ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন।</p> <p style="text-align:justify">আজ সোমবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিবের সঙ্গে দেখা করে একটি প্রকাশনা তুলে দেন ইলিয়াস কাঞ্চন।</p> <p style="text-align:justify">মহাসচিবের সঙ্গে আলোচনার সময় ইলিয়াস কাঞ্চন বলেন, ‘দেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, সড়কে বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা দিনে দিনে আরো খারাপের দিকে যাচ্ছে। আমি দীর্ঘদিন যাবৎ নিরাপদ সড়ক চাই সংগঠনের ব্যানারে কর্মসূচি পালন করে যাচ্ছি। তার একটি প্রকাশনা দিয়েছি। আমরা রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে একটা সেমিনার করার প্রস্তুতি নিচ্ছি।’</p> <p style="text-align:justify">ওই সেমিনারে অংশগ্রহণ করতে মির্জা ফখরুলকে আমন্ত্রণ জানান ইলিয়াস কাঞ্চন। এ সময় ইলিয়াস কাঞ্চনের সঙ্গে সাংবাদিক লিটন এরশাদ উপস্থিত ছিলেন।</p>