<p style="text-align:justify">বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সংস্কারের জনক বলে আখ্যায়িত করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার রাজাপুর গ্রামে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।</p> <p style="text-align:justify">রুমিন ফারহানা বলেন, ‘আপনারা জানেন, অনেক সংস্কারের কথা হচ্ছে। সংস্কার ভালো জিনিস। সংস্কার দেশের এবং মানুষের কল্যাণের জন্যই করা হয়। তবু এইটুকুও মনে করিয়ে দিই, প্রথম সংস্কারের কথা বলেছিলেন বেগম খালেদা জিয়া। ২০১৬ সালে তিনি ভিশন ২০৩০ বলে একটি দলিল প্রকাশ করেন। সুতরাং আজকে যে সংস্কারের কথা হচ্ছে, আমরা বিএনপি নেতাকর্মীরা তার বিরুদ্ধে না।’</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘তবে একইসঙ্গে দেশবাসীকে মনে করিয়ে দিতে চাই, এই সংস্কারের জনক বেগম খালেদা জিয়া। তারপর বিএনপির যিনি কাণ্ডারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি সংস্কারের ৩১ দফা ঘোষণা করেছেন। সুতরাং, সংস্কার অবশ্যই হবে, তবে সেটা গণ-মানুষের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে।’</p> <p style="text-align:justify">রুমিন ফারহানা বলেন, ‘আপনারা যাদের ভোট দিয়ে নির্বাচিত করবেন, একমাত্র তাদেরই অধিকার আছে আগামীর বাংলাদেশ কেমন হবে, কিভাবে আপনাদের উন্নয়ন করা যাবে, কিভাবে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা যাবে, কিভাবে মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করা যাবে, সকল কিছুই তারা নির্ধারণ করবে।’</p> <p style="text-align:justify">তারেক রহমানের বরাত দিয়ে রুমিন আরো বলেন, ‘এখন আওয়ামী লীগকে চোখে দেখা যায় না। দৃশ্যমান কোনো শত্রু নেই। তবে অদৃশ্য শত্রু আছে। যারা জনপ্রিয় হয়, যারা বিএনপির মতো দল হয়, সেই দলকে ভাঙা যায় না। কিন্তু তার পেছনে শত্রু থাকে। সুতরাং, আমি আমার ভাই-বোনদের বলব, সাবধান। কোনো অন্যায়ের সঙ্গে, কোনো বাণিজ্যের সঙ্গে নিজেকে জড়াবেন না।’</p> <p style="text-align:justify">তিনি বলেন, মনে রাখবেন, মানুষ কিছু ভুলে না। আজকে মানুষকে এক হাত পানির নিচে ফেলবেন, কালকে মানুষ আপনাকে ১০০ হাত পানির নিচে নিয়ে যাবে। মনে রাখবেন, বিএনপি এখনো ক্ষমতায় আসেনি। আমার ভাই বলছে, কথা বলার সময় যেন চোখ মাটির দিকে থাকে। মানুষের ভালোবাসা নেবেন। মানুষের মন জয় করবেন। আজকে এখানে এত মানুষ এসেছেন, তাদের কাউকে আমি কিছু দিইনি। পুরোটাই ভালোবাসা।’</p> <p style="text-align:justify">অরুয়াইল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. হামিদুর রহমানের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক যুগ্ম সম্পাদক এবি মমিনুল হক, সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।</p>